৬ষ্ঠ শ্রেণি : বিজ্ঞান : ৯ম সপ্তাহ : ২০২১

৬ষ্ঠ শ্রেণি : বিজ্ঞান : ৯ম সপ্তাহ : ২০২১

তোমার চারপাশে দেখা বিভিন্ন শ্রেণিভুক্ত দশটি প্রাণীর নাম বাছাই করে ছকে শ্রেণিবিন্যাস কর। মানবজীবনে এদের গুরুত্ব উল্লেখ করে এদের সম্পর্কি সচেতনতা বৃদ্ধির জন্য কী কী পদক্ষেপ নেয়া যায়- এ লক্ষ্যে একটি প্রতিবেদন তৈরি কর।

নমুনা সমাধান

আমার চারপাশে জীবজগৎকে বিজ্ঞানী মারগিউলিস ও হুইটেকার ৫টি রাজ্যে ভাগ করেছেন। 
  • মনেরা
  • প্রোটিস্টা
  • ফানজাই
  • প্লান্টি
  • এ্যানিমেলিয়া

এই শ্রেণিভুক্ত দশটির প্রাণী হলো 
  • মনেরা - রাইজোবিয়াম
  • প্রোটিস্টা - আ্যামিবা 
  • ফানজাই - ইস্ট,মাশরুম
  • প্লান্টি - ফার্ণ,আম,জাম
  • এ্যানিমেলিয়া - মাছ,পাখি,মানুষ ইত্যাদি। 

অ্যামিবা হলো ব্যাকটেরিয়া রোগের জীবাণু। এই জীবাণু ডায়রিয়া রোগের বাহক। এগুলো বাতাসের সাথে উড়ে বেড়ায়, এবং পোশাকের সাথে জড়িয়ে থাকে। ফলে এই রোগের সংক্রমণ হয় খুব দ্রুত। তাই সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ও পুষ্টিকর খাবার গ্রহণ করা প্রয়োজন। 

ইস্ট আর মাশরুম জন্মার বাসি পচা খাবারের উপর। এরা দেখতে সাদা রঙের হয়। মাঝের মধ্যে বিষাত্মকও হয়ে থাকে। কিন্তু বর্তমানে উপাদেয় খাদ্য হিসেবে মাশরুম চাষ করা হয়। 

আম, জাম, কাঠাঁল হলো উপাদেয় খাদ্য, যা শরীরে শক্তি যোগায় ও রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে।  মাছ, পাখি, মানুষ একে অপরের উপর নির্ভরশীল। এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এরা পরিবেশ পরিচ্ছন্ন রাখতেও সহযোগিতা করে। মাছ শরীরের জন্য উপাদেয় খাদ্য। সবচেয়ে সহজপাচ্য এবং পুষ্টিগুন সম্পন্ন খাদ্য। এরা পানির যাবতীয় ময়লা আবর্জনা পরিষ্কার করে। পাখি উদ্ভিদের পরাগায়ণের সাহায্য করে, ফলে উদ্ভিদ নিজের খাদ্য নিজে করতে পারে।

মানুষ জীবজগৎ এর সবচেয়ে সক্রিয় প্রানী। মানুষ পরিবেশ সুগঠনে ভূমিকা রাখে।


আরো দেখুন :

৯ম সপ্তাহের নমুনা সমাধান :
৬ষ্ঠ শ্রেণি : বিজ্ঞান
Post a Comment (0)
Previous Post Next Post