৭ম শ্রেণি : অ্যাসাইনমেন্ট : গার্হস্থ্য বিজ্ঞান : ৬ষ্ঠ সপ্তাহ : ২০২১

৭ম শ্রেণি : অ্যাসাইনমেন্ট : গার্হস্থ্য বিজ্ঞান
৬ষ্ঠ সপ্তাহ

তুমি ও তোমার পরিবারের সদস্যরা আগামী ০৭ (সাত) দিন বাড়িতে ও বাড়ির বাইরে কে কোন কাজ করবেন তার একটি তালিকা প্রণয়ন করো (নিচের নমুনা তালিকা অনুযায়ী)

(নমুনা তালিকা)
তালিকা নং-০১
দিন পরিবারের সদস্য কাজ
১ম
তুমি
বাবা
মা
ভাই
বোন
দাদা
দাদী
গৃহকর্মী
অন্যান্য (যদি থাকে)
২য়
৩য়
৪র্থ
৫ম
৬ষ্ঠ
৭ম

পরিবারের সদস্যদের ০৭ (সাত) দিনের কাজের ধরন পর্যবেক্ষণ করে তোমার দৈনন্দিন জীবনে পরিবারের সদস্যদের অবদানের তালিকা প্রস্তুত করো (নিচের নমুনা তালিকা অনুযায়ী)

(নমুনা তালিকা)
তালিকা নং-০২
পরিবারের সদস্য তোমার দৈনন্দিন জীবনে যে সকল অবদান রাখেন
বাবা
মা
ভাই
বোন
দাদা
দাদী
গৃহকর্মী
অন্যান্য (যদি থাকে)

তোমার পরিবারের সদস্যদের জন্য তুমি কী কী কাজ করো তার একটি তালিকা প্রস্তুত করো (নিচের নমুনা তালিকা অনুযায়ী)

(নমুনা তালিকা)
তালিকা নং-০৩
পরিবারের সদস্য পরিবাদের সদস্যদের জন্য তুমি যেসব কাজ করো
বাবা
১.
২.
৩.
মা
১.
২.
৩.
ভাই
বোন
দাদা
দাদী
গৃহকর্মী
অন্যান্য (যদি থাকে)

নমুনা সমাধান

পরিবারের সদস্যদের ৭ (সাত) দিনের কাজের তালিকা
তালিকা নং-০১
দিন পরিবারের সদস্য কাজ
১ম
শনিবার
আমি
এই করোনা কালীন সময়ে স্কুল বন্ধ তাই স্কুলে যাওয়া হয় না। তাই আমি সকালে ঘুম থেকে উঠে পড়াশুনা করি, মাকে কাজে সাহায্য করি। বিকালে বন্ধুদের সাথে খেলা করি। রাতে আবার পড়াশুনা করি।
বাবা
বাবা কর্মজীবি, প্রাইভেট কোম্পানিতে চাকুরি করেন। তাই সকালে উঠেই অফিসের জন্য প্রস্তুতি নেন। অফিস থেকে ফিরার সময় পরবর্তীদিনের জন্য বাজার সদাই করে আনেন।
মা
বাবা এবং কাকা সকাল সকাল অফিস যান বিধায় মা সকালে উঠেই তাদের জন্য দুপুরের খাবার তৈরি করে লাঞ্চ-ব্যাগে দিয়ে দেন। বাবা অফিসে যাওয়া পর্যন্ত বাবাকে সময় দেন, বাবা অফিস যাওয়ার পর মা ঘরের রান্না ও নিত্য কাজে ব্যস্ত হয়ে যান।
ভাই
আমার ভাই ভার্সিটিতে পড়ে। তারও ভার্সিটি বন্ধ করোনা পরিস্থিতির কারণে। তাই বড় ভাই ঘরে বসেই আমার মত পড়ালেখা করেন এবং সবসময় আমার পড়াতে সাহায্য করেন।
বোন
আমরা এক ভাই - এক বোন । আমাদের আর কোন ভাই বা বোন নেই।
দাদা
দাদা আমাদের বাড়ির সকলকে খেয়াল রাখেন, আমরা কোন ভুল ভ্রান্তি করলে শুদ্রে দেন এবং বিকেলে দাদু উনার সমবয়সীদের সাথে গল্প করেন।
দাদী
দাদী সব সময়ই মজা করতে পছন্দ করেন। সকালে আমাকে ঘুম থেকে জাগানো দাদীর প্রধান কাজ। দাদী আমাদের খাওয়া দাওয়ার খেয়াল রাখেন। কী খাচ্ছি কী না খাচ্ছি সব দাদী নজরে রাখেন।
গৃহকর্মী
রাবেয়া খালা আমাদের বাসায় সকালে আসেন এবং সন্ধ্যায় চলে যান। মাঝখানের সময়টুকু মাকে সকল কাজে সাহয্য করেন।
অন্যান্য (কাকা)
আমার একমাত্র কাকা আমাদের সাথেই থাকেন। উনি ব্যবসা করেন। ব্যবসায়ের কাজে উনাকে খুব সকালে যেতে হয় এবং অনেক রাতে ফিরতে হয়। মা বাবার জন্য দুপুরের খাবাররের পাশাপাশি কাকার জন্যও দুপুরের খাবার লাঞ্চ-ব্যাগে ভরে দেন।
২য়
রবিবার
আমি
গতদিনের মতই
বাবা
গতদিনের মতই
মা
গতদিনের মতই
ভাই
গতদিনের মতই
বোন
নেই
দাদা
গতদিনের মতই
দাদী
গতদিনের মতই
গৃহকর্মী
গতদিনের মতই
অন্যান্য (যদি থাকে)
গতদিনের মতই
৩য়
সোমবার
আমি
গতদিনের মতই
বাবা
গতদিনের মতই
মা
গতদিনের মতই
ভাই
গতদিনের মতই
বোন
নেই
দাদা
গতদিনের মতই
দাদী
গতদিনের মতই
গৃহকর্মী
গতদিনের মতই
অন্যান্য (কাকা)
গতদিনের মতই
৪র্থ
মঙ্গলবার
আমি
গতদিনের মতই
বাবা
গতদিনের মতই
মা
গতদিনের মতই
ভাই
গতদিনের মতই
বোন
নেই
দাদা
গতদিনের মতই
দাদী
গতদিনের মতই
গৃহকর্মী
গতদিনের মতই
অন্যান্য (কাকা)
গতদিনের মতই
৫ম
বুধবার
আমি
গতদিনের মতই
বাবা
গতদিনের মতই
মা
গতদিনের মতই
ভাই
গতদিনের মতই
বোন
নেই
দাদা
গতদিনের মতই
দাদী
গতদিনের মতই
গৃহকর্মী
গতদিনের মতই
অন্যান্য (কাকা)
গতদিনের মতই
৬ষ্ঠ
বৃহস্পতিবার
আমি
প্রতিদিনের মতই কাজ করি সাথে বৃহস্পতিবার আমরা ঘরের সবাই মিলে সিনেমা দেখি।
বাবা
মাঝে মাঝে আমাদের সাথে সিনেমা দেখেন বা নিজের মত কিছু কাজ করেন।
মা
আমাদের সাথে সিনেমা দেখেন বা বাবাকে কাজে সাহয্য করেন।
ভাই
এই দিনে কোন সিনেমা দেখা হবে সেটা নির্বাচন করা তার প্রধান কাজ।
বোন
নেই
দাদা
গতদিনের মতই
দাদী
দাদী টিভি দেখতে পছন্দ করেন না, তাই আমাদের সাথে সিনেমা দেখেন না। বৃহস্পতিবার দাদী সাধারণত পাশের বাড়ি থেকে ঘুরে আসেন।
গৃহকর্মী
বৃহস্পতিবার রাবেয়া খালা কিছু অতিরিক্ত কাজ করেন, যেমন সব ফার্নিচার ভালো করে পরিষ্কার করেন, খাট এবং টেবিলের তল গুলো পরিষ্কার করেন। সময় থাকলে আমিও উনাকে সাহায্য করি।
অন্যান্য (কাকা)
কাকা যদি কাজে না যান তো আমাদের সাথে সিনেমা দেখেন।
৭ম
শুক্রবার
আমি
বাবা, দাদা এবং ভাইকে মসজিদে যাওয়ার আগপর্যন্ত তাদের সাহায্য করি।
বাবা
শুক্রবার বাবা দাদা-দাদীকে সময় দেন। তাদের সাথে গল্পগুজব করে সময় পার করেন।
মা
শুক্রবার মা আমাদের জন্য মজার কিছু করার চেষ্টা করেন, দুপুরের খাবার বা সন্ধ্যার নাস্তায় নতুন কিছু করার চেষ্টা করেন।
ভাই
কোন কোন শুক্রবার বাবা এবং বড় ভাই বাজারে যান এবং পুরো মাসের জন্য তেল সাবান, মসলা, ইত্যাদি কিনে নিয়ে আসেন। বাবার সাথে বাজারে যাওয়া ভাইয়ের খুব পছন্দ।
বোন
নেই
দাদা
বাবা ও দাদা গল্প করেন, দাদু তার পুরোনো অভিজ্ঞতা বাবার সাথে আলোচনা করেন।
দাদী
অন্যান্য দিনের মত আমাদের খেয়াল রাখেন।
গৃহকর্মী
শুক্রবার রাবেয়া খালা আসেন না। উনি এই দিন তার পরিবারকে সময় দেন।
অন্যান্য (কাকা)
বাবা এবং ভাইয়ের সাথে জুম্মার নামাজে যান। বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হন।

আমার দৈনন্দিন জীবনে পরিবারের সদস্যদের অবদানের তালিকা
তালিকা নং-০২
পরিবারের সদস্য আমার দৈনন্দিন জীবনে যে সকল অবদান রাখেন
বাবা
বাবা পরিবারের আর্থিক চাহিদার বড় অংশ পূরণ করেন। বাবা আমার পড়াশুনার খেয়াল রাখেন। যত্ন নেন। আমার বই খাতা কলম যখন যা লাগে উনি সাথে সাথে এনে দেন।
মা
মা আমার সার্বিক খেয়াল রাখেন। আমার এবং বড় ভাইয়ের প্রিয় খাবার গুলো তৈরি করে দেন। কখনো অসুস্থ হলে সব কাজ ফেলে আমাদের যত্ন নেন।
ভাই
বড় ভাই আমার পড়ালেখায় সাহায্য করেন।
বোন
নেই
দাদা
দাদা আমাদের সকলকে সঠিক পথে পরিচালনা করেন। আমাদের ভুল-ভ্রান্তি হলে শুদ্রে দেন। শাসনও করেন।
দাদী
দাদী আমাদের সকলের যত্ন নেন। আমরা ঠিক মত খাচ্ছি কিনা বা ঘুমানোর সময় ঘুমাচ্ছি কিনা তা খেয়াল রাখেন। দাদী আমাকে প্রায় সময় তার পুরোনো দিনের গল্পশুনান।
গৃহকর্মী
রাবেয়া খালা মাকেই তার কাজে সাহায্য করেন। মাঝে মাঝে আমার কাপড়চোপড়ও ঘুছিযে দেন।
অন্যান্য (কাকা)
কাকা এখন ব্যবসায়ের কাজে ব্যস্ত থাকেন। তবে আগে কাকা আমাকে স্কুলে পৌঁছে দিতেন। স্কুলের স্যারদের সাথে আমার পড়ালেখার অগ্রগতি নিয়ে কথা বলতেন।

আমার পরিবারের সদস্যদের জন্য আমি যে যে কাজ করি তার তালিকা
তালিকা নং-০৩
পরিবারের সদস্য পরিবাদের সদস্যদের জন্য তুমি যেসব কাজ করো
বাবা
১. বাবা অফিসে যাওয়া সময় তার জুতা ব্যাগ এগিয়ে দিই।
২. বাবার মাথা ম্যাসেজ করে দিই।
৩. বাবা কোনো কাজের জন্য ডাকলে দ্রুত করে দিই।
মা
১. মাকে কাজে সাহায্য করি।
২. রান্নার সময় হঠাৎ কিছু প্রয়োজন হলে ফ্রিজ থেকে এনে দিই।
৩. খাবার পরিবেশনে মাকে সাহায্য করি।
ভাই
১. ভাইয়ের বই-পত্র অগুছালো থাকলে গুছিয়ে দিই।
২. ভাইয়ের কাপড়ও ধুইয়ে দিই।
৩. ছোট ছোট কাজ দুই জন মিলে ভাগাভাগি করে করি।
বোন
নেই
দাদা
১. দাদার চুল আঁচড়ে দিই।
২. দাদার লাঠি পারিষ্কার করে দিই।
৩. দাদার ওষুধ সময় মত খেতে সাহায্য করি।
দাদী
১. দাদী পান খান, তাই উনার জন্য পান তৈরি করে দিই।
২. দাদী দূরের আত্মীয় স্বজনদের সাথে ফোনে কথা বলার সময় ফোন কল করতে সাহায্য করি।
৩. দাদীর ওষুধ সময় মত খেতে মনে করিয়ে দিই।
গৃহকর্মী
১. গৃহকর্মী খালা যদি না আসেন তবে তার হয়ে যতটুকু পারি মাকে সাহয্য করি।
২. ঘর পরিষ্কার করার সময় সাহয্য করি।
৩. গৃহকর্মী খালার ছেলে ৩য় শ্রেণিতে পড়ে, তার পড়ায় সাহায্য করি।
অন্যান্য (কাকা)
১. কাকা ব্যবসায়ের কাজে সকালে যান এবং রাতে ফিরেন, তাই উনার ঘর পরিষ্কার ও গুছিয়ে রাখি।
২. কাকা ফিরলে উনার সাথে সারা দিনের গল্প করি।
৩. মাঝে মাঝে কাকা রাত করে ফিরলে উনাকে খাবার পরিবেশন করে দিই।


আরো দেখুন :

৬ষ্ঠ সপ্তাহের নমুনা সমাধান :
Post a Comment (0)
Previous Post Next Post