৭ম শ্রেণি : গণিত : ৭ম সপ্তাহ : অ্যাসাইনমেন্ট : ২০২১
| History | 📡 Page Views |
|---|---|
| Published 19-Jun-2021 | 05:04:00 PM |
Total View 1.3K+ |
| Last Updated 31-Dec-2025 | 10:11:48 PM |
Today View 0 |
৭ম শ্রেণি : গণিত : ৭ম সপ্তাহ
(১) তোমার পরিবারের দুুুুুুইজন সদস্যের বয়স বছরে লিখ এবং তাদের বর্গমূল সংখ্যা রেখায় স্থাপন কর।
(২) ২৪ ও ১৪৩ সংখ্যা দুইটির বর্গের সমষ্টির বর্গমূল নির্ণয় কর। আবার, সংখ্যা দুইটির বর্গের অন্তরের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগাযোগ পর্ণবর্গ সংখ্যা হবে, তা নির্ণয় কর।
নমুনা সমাধান
(১)
আমার পরিবারের দুজন সদস্যের বয়স ১৬ ও ২৫।
১৬ এর বর্গমূল = $\sqrt{১৬}$ = ৪
২৫ এর বর্গমূল = $\sqrt{২৫}$ = ৫
১৬ ও ২৫ এর বর্গমূল সংখ্যাগুলো উভয় ধনাত্মক মান। যা সংখ্যারেখার ডানদিকে অবস্থান করে। সংখ্যাগুলোকে সংখ্যারেখায় স্থাপন করা হলো।
২৪ এবং ১৪৩ সংখ্যা দুইটির বর্গের সমষ্টির বর্গমূল নির্ণয় করতে হবে :
প্রথমে ২৪ এবং ১৪৩ সংখ্যা দুটির বর্গের সমষ্টি নির্ণয় করি,
$\begin{array}{l}\;\;\left(২৪\right)^২+\left(১৪৩\right)^২\\=৫৭৬+২০৪৯\\=২১০২৫\end{array}$
এখন ২১০২৫ এর বর্গমূল নির্ণয় করতে হবে:
সুতরাং ২৪ এবং ১৪৩ সংখ্যা দুইটির বর্গের সমষ্টির বর্গমূল ১৪৫।
[ উত্তর ]
আরো দেখুন :
৮ম সপ্তাহের নমুনা সমাধান :
৭ম সপ্তাহের নমুনা সমাধান :
৭ম শ্রেণি : অ্যাসাইনমেন্ট : গণিত
Leave a Comment (Text or Voice)
Comments (0)