Report কী? এবং Report লেখার পদ্ধতি

রিপোর্ট কি?
Report writing হল এক প্রকার composition যাতে কোনো ঘটনা, উপলক্ষ্য, অনুষ্ঠান বা কোনো পরিস্থিতি উপস্থাপিত হয়।

Report লেখার পদ্ধতি:
  • Report-এর একটি Title দিতে হবে। Title-টি হতে হবে unique এবং catchy যাতে তা যাতে বিস্তারিত পড়ার আকাঙ্খা জন্মে। অর্থাৎ, report-এর title সাধারণ paragraph এর মত হবে না।
  • Title-এর পরের লাইনে সংবাদদাতার নাম বা তার পদবীর নাম উল্লেখ করতে হয়।
  • এরপর সংবাদদাতার নাম বা তার পদবীর নামের সাথে comma (,) দিয়ে ঘটনাস্থলের নাম উল্লেখ করতে
  • এরপর স্থানের নামের সাথে comma (,) দিয়ে মাসের নাম ও তারিখ উল্লেখ করতে হয়।
  • এরপর colon (:) ব্যবহার করে প্রদত্ত report-টি লিখতে হয়।
  • Report-এর narration indirect হওয়া ভাল।
  • Report writing a paragraph এর মত একটি অনুচ্ছেদ না লিখে একাধিক অনুচ্ছেদ দেখা হয়।
  • Paragraph হয়ে থাকে narrative, descriptive বা expository. Report হয়ে থাকে informative, voluntary analytical.
  • Paragraph an approach subjective হয়। সেখানে ব্যক্তিগত চিন্তাচেতনা বা মতামতের প্রতিফলন ঘটে। অন্যদিকে, report-এর approach হয় objectivel সেখানে সংবাদদাতার ব্যক্তিগত চিন্তাচেতনা, মতামত বা পরামর্শ প্রদানের কোনো সুযোগ নেই। বরং সাধারণ বাস্তবতায় জনগণের অভিব্যক্তি বা মতামত প্রকাশিত হয়।
  • Report-এ I' ও 'We' এই subjective pronoun গুলো পরিহার করা হয়।
  • Report লেখার tone হয়ে থাকে professional এবং formal.
  • Report-এর প্রদত্ত ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং জনমত্যের মতামত উল্লেখ করা ভাল।
Post a Comment (0)
Previous Post Next Post