সাধারণ জ্ঞান : আবদুল্লাহ আল–মুতী

আবদুল্লাহ আল–মুতী


পুরো নাম : আবদুল্লাহ আল–মুতী শরফুদ্দীন।

জন্ম : ১৯৩০ সালের ১লা জানুয়ারি সিরাজগঞ্জ জেলার ফুলবাড়িতে।

শিক্ষাজীবন : ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পদার্থে এম.এসসি (১৯৫৩); আমেরিকার শিকাগো ইউনিভার্সিটি হতে পিএইচ.ডি (১৯৬২) ডিগ্রি লাভ করেন।

কর্মজীবন : আমলা। বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদ থেকে অবসর গ্রহণ করেন।

লেখক হিসেবে পরিচয় : বিজ্ঞানমনস্ক লেখক।

প্রকাশিত প্রথম বই : এসো বিজ্ঞানের রাজ্যে (১৯৫৫) সালে।

তাঁর রচিত অন্যান্য গ্রন্থ : আবিষ্কারের নেশায় (১৯৬৯); বিজ্ঞান ও মানুষ (১৯৭৫); সাগরের রহস্যপুরী (১৯৭৬); তারার দেশের হাতছানি (১৯৮৪); বিজ্ঞানের বিস্ময় (১৯৮৬)।

অর্জিত পুরস্কার : তিনি দেশের প্রধান প্রধান প্রায় সব পুরস্কারই লাভ করেন। যেমন: বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৫); ইউনেস্কো আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার ( ১৯৮৩); একুশে পদক (১৯৮৫); স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৯৫)।

মৃত্যু : ১৯৯৮ সালের ৩০ শে নভেম্বর ঢাকায়।
Post a Comment (0)
Previous Post Next Post