ব্যাকরণ : উক্তি পরিবর্তন

History 📡 Page Views
Published
23-Apr-2021 | 05:48:00 AM
Total View
11.5K+
Last Updated
13-Nov-2021 | 02:43:44 PM
Today View
0
উক্তি পরিবর্তন

আমরা যা বলে থাকি তাই উক্তি। উক্তি দুই প্রকার। যথা :
  • (ক) প্রত্যক্ষ উক্তি
  • (খ) পরোক্ষ উক্তি

প্রত্যক্ষ উক্তি কাকে বলে?

বক্তা যা বলে থাকেন হুবহু সেটা বাক্যে তুলে ধরা হলে তাকে প্রত্যক্ষ উক্তি বলে। যেমন—
তিনি বললেন, “তোমার এখন বাড়ী যাওয়া উচিত।” 

পরোক্ষ উক্তি কাকে বলে?

যে বাক্যে বক্তার উক্তি অন্য কারো জবানিতে রূপান্তর বা পরিবর্তন করে প্রকাশিত হয়, তাকে পরোক্ষ উক্তি বলে। যেমন—
তিনি বললেন যে বইটা তাঁর দরকার। 

উক্তি পরিবর্তনের নিয়মাবলি

১. প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যটুকু উদ্ধরণ চিহ্নের ( “ - ” ) অন্তর্ভুক্ত থাকে। পরোক্ষ উক্তিতে এই চিহ্ন থাকে না। প্রথম উদ্ধরণ চিহ্ন যে স্থানে থাকে সেখানে ‘যে’ সংযোজক অব্যয়টি ব্যবহার করতে হয় এবং বাক্যের সঙ্গতি রক্ষার জন্য উক্তিতে ব্যবহৃত বক্তার পুরুষের পরিবর্তন করতে হয়। যেমন :

প্রত্যক্ষ উক্তি : খোকা বলল, “আমার বাবা বাড়ী নেই।”
পরোক্ষ উক্তি : খোকা বলল যে, তার বাবা বাড়ী ছিলেন না। 

২. বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সর্বনামের পরিবর্তন করতে হয়। যেমন :

প্রত্যক্ষ উক্তি : রশিদ বলল, “আমার ভাই আজই ঢাকা যাচ্ছেন।”
পরোক্ষ উক্তি : রশিদ বলল যে, তার ভাই সেদিনই ঢাকা যাচ্ছিলেন। 

৩. প্রত্যক্ষ উক্তির কালবাচক পদকে পরোক্ষ উক্তিতে অর্থ অনুযায়ী করতে হয়। যেমন :

প্রত্যক্ষ উক্তি : শিক্ষক বললেন, “কাল তোমাদের ছুটি থাকবে।”
পরোক্ষ উক্তি : শিক্ষক বললেন যে, পরদিন আমাদের ছুটি থাকবে।

৪. প্রত্যক্ষ উক্তির বাক্যের সর্বনাম ও কালসূচক শব্দের পরোক্ষ উক্তিতে যেসব পরিবর্তন হয় তা নিম্নরূপ :

প্রত্যক্ষ উক্তি — পরোক্ষ উক্তি
এই — সেই 
ইহা — তাহা 
এ — সে
আজ — সেদিন
আগামি — পরদিন
গতকাল — আগেরদিন
গতকল্য — পূর্বদিন
ওখানে — ঐখানে
এখানে — সেখানে
এখন — তখন

উদাহরণ দেখুন কিছু : 

প্রত্যক্ষ উক্তি : ছেলে লিখেছিল, “শহরে খুব গরম পড়েছে।”
পরোক্ষ উক্তি : ছেলে লিখেছিল যে শহরে খুব গরম পড়েছিল।
অথবা, পরোক্ষ উক্তি : ছেলে লিখেছিল শহরে খুব গরম পড়েছে।

প্রত্যক্ষ উক্তি : করিম বলেছিল, “আমি বাজারে যাচ্ছি।”
পরোক্ষ উক্তি : করিম বলেছিল যে, সে বাজারে যাচ্ছে।

প্রত্যক্ষ উক্তি : মনসুর বলল, “আমি ঢাকা যাব।”
পরোক্ষ উক্তি : মনসুর বলল যে, সে ঢাকা যাবে।

প্রত্যক্ষ উক্তিতে কোনো চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে তার কোনো পরিবর্তন হয় না। যেমন —

প্রত্যক্ষ উক্তি : শিক্ষক বললেন, “পৃথিবী গোলাকার।”
পরোক্ষ উক্তি : শিক্ষক বললেন যে, পৃথিবী গোলাকার। 

প্রত্যক্ষ উক্তি : তিনি বললেন, “চুম্বক লোহাকে আকর্ষণ করে।”
পরোক্ষ উক্তি : তিনি বললেন যে, চুম্বক লোহাকে আকর্ষণ করে। 

৫. প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তি কে পরিবর্তন করতে হলে প্রধান খন্ডবাক্যের ক্রিয়াকে ভাব অনুসারে পরিবর্তন করতে হয়। যেমন —

(ক) প্রশ্নবোধক বাক্য :
প্রত্যক্ষ উক্তি : শিক্ষক বললেন, “তোমরা ছুটি চাও ?”
পরোক্ষ উক্তি : আমরা ছুটি চাই কি না, শিক্ষক তা জিজ্ঞাসা করলেন।

প্রত্যক্ষ উক্তি : বাবা বললেন, “কবে নাগাদ তোমাদের ফল বের হবে ?”
পরোক্ষ উক্তি : আমাদের ফল কবে বের হবে, বাবা তা জানতে চাইলেন।

(খ) অনুজ্ঞাসূচক বাক্য :
প্রত্যক্ষ উক্তি : হামিদ বলল, “তোমরা আগামীকাল এসো।”
পরোক্ষ উক্তি : হামিদ তাদের পরদিন আসতে বলল।

প্রত্যক্ষ উক্তি : তিনি বললেন, “দয়া করে ভেতরে আসুন।”
পরোক্ষ উক্তি : তিনি (আমাকে) ভেতরে যেতে অনুরোধ করলেন।

(গ) আবেগসূচক বাক্য :
প্রত্যক্ষ উক্তি : লোকটি বলল, “বাঃ! পাখিটি তো চমৎকার।”
পরোক্ষ উক্তি : লোকটি আনন্দের সাথে বলল যে, পাখিটি চমৎকার। 

প্রত্যক্ষ উক্তি : ভিখারিনী দুঃখের সাথে বলল, “শীতে আমরা কতই না কষ্ট পাচ্ছি।”
পরোক্ষ উক্তি : ভিখারিনী দুঃখের সাথে বলল যে, তারা শীতে বড়ই কষ্ট পাচ্ছে। 
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)