মার্চের দিনগুলি

সাধারণ জ্ঞান : পর্যাবৃত্ত গতি

পর্যাবৃত্ত গতি

সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি? — পর্যাবৃত্ত গতি

পর্যাবৃত্ত গতি হল মূলত? — গতি পথের একটি বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে

পর্যায়কালের অর্ধেক যে দিকে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চললে বলে? — স্পন্দন গতি

জড় মাধ্যমের একস্থান হতে অন্যস্থানে শক্তি সঞ্চালিত করে কিন্তু নিজেরা নিশ্চল থাকে তাকে বলে?
 — তরঙ্গ

যান্ত্রিক তরঙ্গ কাকে বলে? — পদার্থের তিন মাধ্যমে (কঠিন,তরল,গ্যাসীয়) যে তরঙ্গের উদ্ভাবন হয় তাকে যান্ত্রিক তরঙ্গ বলে

পানির তরঙ্গ, শব্দ তরঙ্গ ইত্যাদি কোন তরঙ্গের উদাহরণ? — যান্ত্রিক তরঙ্গের

তরঙ্গ মূলত কত প্রকার, কি কি? — ২ প্রকার (অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ তরঙ্গ)

কম্পাঙ্ক বলা হয় কাকে? — প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়

সাম্যবস্থান হতে যেকোনো একদিকে তরঙ্গ কণার সর্বাধিক সরণকে বলা হয়? — বিস্তার

তরঙ্গিত কণার যেকোনো মুহূর্তের গতির অবস্থা প্রকাশকে বলা হয়? — দশা

আজিবুল হাসান
৯ এপ্রিল, ২০২১
Post a Comment (0)
Previous Post Next Post