সাধারণ জ্ঞান : তাপ ও তাপমাত্রা

তাপ ও তাপমাত্রা

এক গ্রাম পানির তাপমাত্রা ২০° হতে ৩০° সেলসিয়াসে বৃদ্ধি করতে কত তাপের প্রয়োজন? — ১০ ক্যালরি

ফারেনহাইট ও সেলসিয়াসে কত ডিগ্রি পার্থক্য? — ৪০° ডিগ্রি

মাটির পাত্রে পানি ঠান্ডা থাকার কারণ কি? — পানির বাষ্পীয়ভবনে মাটির পাত্র সাহায্য করে

আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন? — মেঘ পৃথিবী পৃষ্ঠ হতে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয় বলে

কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? — কালো

রান্না করার হাড়ি পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয়।এর প্রধান কারণ কি? — দ্রুত তাপ সঞ্চায়িত হয়ে খাদ্য দ্রুত সিদ্ধ করে

তাপ হলো মূলত — এক প্রকার শক্তি (ঠান্ডা গরমের অনুভূতি জানায়)

তাপমাত্রা হলো মূলত — দুটি বস্তুর তাপীয় অবস্থা (তাপ গ্রহণ/বর্জনের পরিচয়)

১ গ্রাম পানির তাপমাত্রা ১° সেলসিয়াস বাড়াতে কত তাপের প্রয়োজন পড়ে? — ১ ক্যালরি

৭৬০ মিমি চাপ বা ৭৬ সেমি চাপকে বলা হয়? — প্রমাণ চাপ

ফারেনহাইট ও কেলভিন স্কেলে একই পাঠ দেয়? — ৫৭৪.২৫° তাপমাত্রায়

ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে একই পাঠ দেয়? — মাইনাস ৪০° তাপমাত্রায়

ক্লিনিক্যাল থার্মোমিটারে দাগ কাটা থাকে মূলত? — (৯৫° – ১১০°) ফারেনহাইট

মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? — ৯৮.৪° F বা ৩৬.৯° C

পদার্থের তিন অবস্থার তাপ প্রয়োগের প্রসারণ ক্রম দেখাও? — বায়বীয় > তরল > কঠিন

পানির ঘনত্ব সবচেয়ে বেশি কোন তাপমাত্রায়? — ৪° সেলসিয়াস

তারকাসমূহের তাপমাত্রা নির্ণয়ে ব্যবহৃত হয়? — পাইরোমিটার

বাতাসের তাপমাত্রা কমে আর্দ্রতা কি হবে? — কমে যায়

চাপে বরফের গলনাংক কেমন হয়? — কমে যায়

চাপ বাড়লে তরলের স্ফুটনাংক কেমন হবে? — বেড়ে যায়

পৃথিবী পৃষ্ঠ হতে যত উপরে উঠা যায় ততো বায়ুর চাপ? — কমতে থাকে

সাধারণ পাম্পে পানিকে যে উচ্চতার অধিক উঠানো যায় না? — ৩৪ ফুট

এভারষ্ট পর্বত শৃঙ্গে পানি ফুটতে শুরু করে যে তাপমাত্রায়? — ৭০° সেন্টিগ্রেড

আকস্মিক তাপমাত্রা হ্রাসের ফলে বাষ্প জমাট বেঁধে তৈরি হয়? — তুহিন

ঠান্ডা ও গরম পানির ভেতর আগুন নেভাতে দ্রুত সাহায্য করে? — গরম পানি

কোন বস্তুর অন্তর্নিহিত তাপশক্তির পরিমাণ নির্ভর করে মূলত? — বস্তুর ভর, উপাদান ও তাপমাত্রার উপর

পানির আপেক্ষিক তাপ মাটির আপেক্ষিক তাপের চেয়ে কত বেশি? — ৫ গুণেরও বেশি

তাপ সঞ্চালনের পদ্ধতি কয়টি? — ৩ টি (পরিবহন, পরিচলন, বিকিরণ)

তাপের পরিবাহকত্বের মান নির্ভর করে? — পরিবাহীর উপাদানের উপর

তাপরোধী পদার্থ হল? — মেঘ

তাপ বিকিরণ ও শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি হয়? — কালো বস্তুর

তাপ বিকিরণ ও শোষণ করার ক্ষমতা সবচেয়ে কম হয়? — সাদা রঙের

পালিশ করা বস্তুর তাপ বিকিরণ ক্ষমতা কেমন হয়? — কম হয়

কুপরিবাহী পদার্থের উদাহরণ? — তুলা, কাচ, রেশম

সুপরিবাহী পদার্থের উদাহরণ? — লোহা, অ্যালুমিনিয়াম, তামা

পুকুরের উপরের পানি ঠান্ডা ও নিচে গরম হয় কখন? — শীতকালে

যে যন্র তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে বলে? — তাপ ইঞ্জিন

তাপ ইঞ্জিনের উদাহরণ হল? — পেট্রোল, ডিজেল ও গ্যাস ইন্জিন

তাপীয় ইঞ্জিন কত প্রকার? — ২ প্রকার (অন্তর্দহ ও বহির্দহ)

অ্যারোপ্লেনের ইন্জিন কোন তাপীয় ইঞ্জিন? — অন্তর্দহ ইঞ্জিন

সর্বপ্রথম পেট্রোল ইঞ্জিনের আবিষ্কার করেন? — ড. অটো, ১৮৮৬ সালে

চতুর্ঘাত ইঞ্জিনের উদাহরণ? — পেট্রোল ইঞ্জিন

সর্বাপেক্ষা বেশি দক্ষতাসম্পন্ন ইঞ্জিন কোনটি? — বৈদ্যুতিক মটর

আজিবুল হাসান
৯ এপ্রিল, ২০২১
Post a Comment (0)
Previous Post Next Post