সাধারণ জ্ঞান : আধুনিক পদার্থবিজ্ঞান

আধুনিক পদার্থবিজ্ঞান

রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে কি বুঝায়? — উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমন্ডলের অবলোকন

কোনটি অর্ধপরিবাহী নয়? — লোহা

রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়? — গামা রশ্মি

ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কিসের ভিত্তিতে তৈরি? — সিলিকন

অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে? — পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে

দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইভোল্টেজ ব্যবহার করার কারণ? — এতে বিদ্যুতের অপচয় কম হয়

ইলেকট্রনিক্সের যাত্রা শুরু হয় কোন ক্রিয়া আবিষ্কারের মধ্য দিয়ে? — এডিসন ক্রিয়া

প্রথম ভ্যাকুয়াম আবিষ্কার করেন কে? — বৃটিশ বিজ্ঞানী ফ্লেমিং

ফ্লেমিং কোন ক্রিয়া কাজে লাগিয়ে প্রথম ভ্যাকুয়াম আবিষ্কার করেন? — এডিসন ক্রিয়া

ভ্যাকুয়াম টিউব বা রেকটিফায়ারের কাজ কয়মুখী? — একমুখী

দ্য ফরেষ্ট ট্রায়োড নামে আবিষ্কৃত আমেরিকান ভ্যাকুয়াম টিউবে কতটি ইলেকট্রোড ছিল? — তিনটি

যে সব ঘটনার মান নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হয়, তাদেরকে বলা হয়? — এনালগ

যে যোগাযোগ ব্যবস্থায় শুধুমাত্র কিছু নির্দিষ্ট মান গ্রহণ করা হয়, তাকে বলে? — ডিজিটাল সংকেত

ডিজিটাল সংকেতে ১ এবং ০ বলতে যা বুঝায়? — অন এবং অফ

p - টাইপ অর্ধপরিবাহী তৈরি হয় কি করে? — সিলিকনের সাথে বোরণ যোগ করে

n - টাইপ অর্ধপরিবাহী কিভাবে তৈরি করা হয়? — সিলিকনের সাথে ফসফরাস যোগ করে

n-টাইপ এবং p - টাইপ অর্ধপরিবাহী একত্রে জোড়া লাগিয়ে তৈরি করা হয়? — p-n জাংশন ডায়োড

ডায়োড তরিৎপ্রবাহকে কয়মুখী করে থাকে? — একমুখী অর্থাৎ এসিকে ডিসি করে

দুটি p- টাইপ অর্ধপরিবাহীর মাঝে একটি n- টাইপ অর্ধপরিবাহী জোড়া লাগিয়ে তৈরী করা হয়? — ট্রানজিস্টর

মাইক্রোফোন শব্দ শক্তিকে কোন সংকেতে রূপান্তর করে? — তড়িৎ সংকেতে

যে যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করা হয় তাকে বলা হয়? — স্পীকার

বিংশ শতক এবং একবিংশ শতকের প্রারম্ভে মানুষের কার্যক্রমকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে? — যোগাযোগ

টেলিভিশনে প্রতি সেকেন্ডে কতটি স্থির চিত্র তৈরি করার ফলে আমাদের চোখে তা চলমান বলে মনে করা হয়? — ২৫ টি

টেলিফোন কে আবিষ্কার করেন? — আলেকজান্ডার গ্রাহাম বেল (১৮৭৫ সালে)

টেলিফোন হ্যান্ডসেটের মাউথ পিস বা মাইক্রোফোনকে বলা হয়? — প্রেরক

টেলিফোন হ্যান্ডসেটের ইয়ারপিস (স্পীকার) কে বলা হয়? — গ্রাহক

ফ্যাক্সের পুরো নাম কি? — ফ্যাক্সিমিল (Facsimili)

ফ্যাক্স আবিষ্কার করেন? — আলেকজান্ডার বেইন

ফ্যাক্স মূলত এক ধরনের? — তড়িৎ আলোকীয় মেশিন

কম্পিউটার শব্দের অর্থ কী? — গণক বা হিসাবকারী

ইন্টারনেটকে বলা হয়ে থাকে? — নেটওয়ার্কের নেটওয়ার্ক বা সকল নেটওয়ার্কের জননী

ইলেকট্রনিক মেইলকে সংক্ষেপে বলা হয়ে থাকে? — ইমেইল।

আজিবুল হাসান
১১ এপ্রিল, ২০২১
Post a Comment (0)
Previous Post Next Post