সাধারণ জ্ঞান : স্থির তড়িৎ

স্থির তড়িৎ

বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত? — ৫০ হার্জ

বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়? — এক কিলোওয়াট–ঘন্টা

আকাশে বিদ্যুৎ বা বিজলী চমকায় কেন? — মেঘের অসংখ্য কল কণা / বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে

বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে খরচ কেমন হয়? — একই খরচ

বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি? — টাংস্টেন

বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারনত বিদ্যুৎপৃষ্ঠ হয় না, কারণ? — মাটির সাথে সংযোগ হয়না বলে

বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে ব্যবহৃত ধাতুর নাম? — নাইক্রোম

আবাসিক বাড়িতে সার্কিট ব্যবহারের কারণ? — অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহে দুর্ঘটনা এড়াতে

সাইকেল এর তাৎপর্য কি? — প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার উঠানামা করে

তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে বস্তুতে আধানের কি পরিমাপ করা হয়? — আধানের অস্তিত্ব ও প্রকৃতি

কোনো পরিবাহকের রোধ কয়টি বিষয়ের উপর নির্ভর করে? — চারটি বিষয়ের উপর

কয়েকটি পরিবাহীর উদাহরণ দাও? — তামা, রূপা, অ্যালুমিনিয়াম ইত্যাদি

কয়েকটি অপরিবাহীর উদাহরণ দাও? — প্লাস্টিক, রাবার, কাঁচ, চিনামাটি ইত্যাদি

অর্ধপরিবাহী পদার্থ হলো কোনগুলো? — জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম, আর্সেনাইড ইত্যাদি

রোধের একক কি? — ওহম

তড়িৎ প্রবাহের এককের নাম? — অ্যাম্পিয়ার

তড়িৎ বলারেখার বাস্তব অস্তিত্ব কেমন? — বাস্তব অস্তিত্ব নেই এগুলো কাল্পনিক
Post a Comment (0)
Previous Post Next Post