সাধারণ জ্ঞান : বাংলা সাহিত্যের মধ্যযুগ

বাংলা সাহিত্যের মধ্যযুগ

বাংলা সাহিত্যে মধ্যযুগের বিস্তৃতি কত? — ১২০১ থেকে ১৮০০ খ্রি. পর্যন্ত।

বাংলা সাহিত্যের মধ্যযুগ কোন শাসনামলের অন্তর্গত ছিল? — মুসলিম শাসনামলের।

মধ্যযুগকে কয়ভাগে ভাগ করা যায়? — ৩ ভাগে।

মধ্যযুগে বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? — শ্রীকৃষ্ণকীর্তন।

বাংলা ভাষায় কোনো লেখকের প্রথম একক গ্রন্থ কোনটি? — শ্রীকৃষ্ণকীর্তন।

এই গ্রন্থে কয়টি চরিত্র আছে? — তিনটি (কৃষ্ণ, রাধা ও বড়ায়ি)।

শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থের চরিত্র কৃষ্ণ কিসের প্রতীক? — পরমাত্মা বা ঈশ্বর।

শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থের চরিত্র রাধা কিসের প্রতীক? — জীবাত্মা বা প্রাণিকূল।

শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থের চরিত্র বড়ায়ি কিসের প্রতীক? — এই দুয়ের সংযোগ সৃষ্টিকারী অনুঘটক।

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যগ্রন্থের কবি কে? — বড়ু চণ্ডীদাস।

শূন্যপুরান এবং ডাক ও খানার বচন — গ্রন্থ দুটির রচয়িতা কে? — রামাই পণ্ডিত।

আঁধার যুগের রচনা বলা হয় কোনটিকে? — প্রাকৃতপৈঙ্গল।

মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্যে বিখ্যাত শাসকগন? — পাঠান সুলতানগণ।

বাংলা সাহিত্যের অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসকের নাম? — আলাউদ্দিন হোসেন শাহ।

বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যগ্রন্থের নাম কি? — মনসাবিজয়।

সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি? — শ্রীকৃষ্ণকীর্তন।

বড়ু চণ্ডীদাসের ছদ্মনাম কি ছিলো? — অনন্ত বড়ু।

শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থে মোট কতটি খণ্ড রয়েছে? — ১৩ টি।

শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থটি আবিষ্কার করেন? — বসন্তরঞ্জন রায় (১৯০৯ সালে)।

শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থটি আবিস্কৃত হয়? — গোয়ালঘরে।

গঠনরীতি অনুসারে শ্রীকৃষ্ণকীর্তন মূলত একধরনের? — নাটগীতি।

মধ্যযুগের বাংলা সাহিত্যের সমগ্র সৃষ্টিকে কতটি শ্রেণিতে বিভক্ত করা যায়? — দুটি (মৌলিক রচনা ও অনুবাদ রচনা)।

মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? — বৈষ্ণব পদাবলি।

বৈষ্ণব গীতিতে কতটি রসের কথা পাওয়া যায়? — ৫ টি (শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্যএবং মধুর)।

ব্রজবুলি মূলত কি? — মৈথিলি এবং বাংলা ভাষার মিশ্রণে এক মধুর সাহিত্যিক ভাষা।

বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় কাকে? — গোবিন্দদাসকে।

পদ বা পদাবলি বলতে কি বুঝায়? — বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি।

পদাবলির প্রথম কবি কে? — বিদ্যাপতি।

বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? — মিথিলা।

বৈষ্ণব পদাবলির অবাঙ্গালী কবি কে? — বিদ্যাপতি।

কোন কবি বাঙালী না হয়েও বাংলা সাহিত্য স্বতন্ত্র স্থান দখল করে আছেন? — বিদ্যাপতি।

বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? — ব্রজবুলি।

ব্রজবুলির প্রবর্তক কে ছিলেন? — বিদ্যাপতি।

বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কজন ছিলেন? — ৩ জন।

মঙ্গলকাব্য সমূহের বিষয়বস্তু মূলত এক ধরনের? — ধর্মবিষয়ক আখ্যান।

কবি ভারতচন্দ্র কে 'রায়গুণাকর' উপাধি দিয়েছিলেন কে? — রাজা কৃষ্ণচন্দ্র।

মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি বলা হয় কাকে? — ভারতচন্দ্র রায়গুণাকরকে।

ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজ্যের রাজসভা কবি ছিলেন? — কৃষ্ণনগর রাজসভা।

'Biography' শব্দটির অর্থ কি? — কড়চা।

'কড়চা' শব্দের সমার্থক শব্দ কোনটি? — রোজনামচা।

মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারক–এর প্রভাব অপরিসীম? — শ্রীচৈতন্যদেব।

চৈতন্যদেব কোন ধর্মের প্রচারক ছিলেন? — বৈষ্ণব ধর্মের।

জীবনী রচনার জন্যে বিখ্যাত কে? — বৃন্দাবন দাস।

নাথসাহিত্য ধারার আদি কবি কে ছিলেন? — শেখ ফয়জুল্লাহ।

মর্সিয়া সাহিত্য কী? — এক ধরনের শোককাব্য বা শোকগীতি বা বিলাপসঙ্গীত।

‘মর্সিয়া’ হল একটি — ফারসি শব্দ যার অর্থ শোক প্রকাশ করা।

লোক সাহিত্যের আদি নিদর্শন ধরা হয় কোনটিকে? — ডাক ও খনার বচন।

লোক সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কোনটি? — ছড়া।

তরজা কী? — প্রচলিত প্রশ্নোত্তরমূলক এক প্রকার লোকগীতি বা পল্লিসঙ্গীত।

মৈমনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালা কোনটি? — মহুয়া।

লোকসাহিত্যে কাকে বলে? — লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া, ধাঁধা ও প্রবাদ–প্রবচন ইত্যাদি কে বলে।

Ballad কি? — লোকগাথা।

মৈমনসিংহ গীতিকা সংগ্রহ করেন যিনি? — দীনেশচন্দ্র সেন।

মৈমনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত? — ২৩ টি।

বাংলা অনুবাদ কাব্যের সূচন হয় কোন যুগে? — মধ্যযুগে।

‘রামায়ণ’ এর রচয়িতা কে? — বাল্মীকি।

রামায়ণ কোন ভাষায় রচিত? — সংস্কৃত ভাষায়।

বাংলা ভাষায় প্রথম রামায়ণ কে রচনা করেন? — কৃত্তিবাস।

রামায়ণের প্রথম মহিলা অনুবাদক কে? — চন্দ্রাবতী।

‘মহাভারত’– এর রচয়িতা কে? — শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন দেবব্যাস।

‘মহাভারত’ এর শ্রেষ্ঠ অনুবাদক কাকে বলা হয়? — কাশীরাম দাস।

দ্রোপদী কে? — মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী।

প্রণয়োপাখ্যান গুলোর প্রধান বৈশিষ্ট্য কি? — মানবিক প্রেম।

বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে? — শাহ মুহম্মদ সগীর।

‘সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন’ — এখানে "আপে" অর্থ কি? — স্বয়ং।

আলাওলের প্রথম ও শ্রেষ্ঠ রচনা কোনটি? — পদ্মাবতী।

‘আরাকানের’ পূর্ব নাম কি? — রোসাং।

লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? — দৌলত কাজী।

বারমাস্যা কী? — নায়িকার বারমাসের সুখ–দুঃখের বর্ণনা।

মহাকবি আলাওল কোন যুগের কবি ছিলেন? — মধ্যযুগের।

‘তাম্বুল রাতুল হইল অধর পরশে’ — অর্থ কী? — ঠোঁটের পরশে পান লাল হয়।

‘তাম্বুল’ শব্দের অর্থ কী? — পান।

পদ্মাবতী কেমনতর গ্রন্থ? — অনুবাদ গ্রন্থ।

রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি কে? — শাহ মুহম্মদ সগীর।

বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে ছিলেন? — চন্দ্রাবতী।

কুরুক্ষেত্রের যুদ্ধ কত সময় ব্যাপ্তি চলেছিল? — ১৮ দিন।

চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে? — কৃষ্ণদাস কবিরাজ।

1 Comments

Post a Comment
Previous Post Next Post