মার্চের দিনগুলি

সাধারণ জ্ঞান : অতুলচন্দ্র গুপ্ত — অতুলপ্রসাদ সেন

অতুলচন্দ্র গুপ্ত

অতুলচন্দ্র গুপ্তের জন্ম কোথায়? — বিল্লাইক গ্রাম, টাঙ্গাইল।

অতুলচন্দ্র গুপ্তের জন্ম কত সালে? — ১৮৮৪ সালে।

অতুলচন্দ্র গুপ্ত মূলত কি ছিলেন? — সাহিত্যিক ও আইনজীবী।

অতুলচন্দ্র গুপ্তের পিতার নাম কী? — উমেশচন্দ্র গুপ্ত।

অতুলচন্দ্র গুপ্তের শিক্ষাগত যোগ্যতা কী ছিল? — তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে ও দর্শনশাস্ত্রের অনার্স সহ বি.এ ; দর্শনে এম.এ এবং রিপন কলেজ থেকে বি.এল ডিগ্রি লাভ করেন।

অতুলচন্দ্র গুপ্ত কি লিখে খ্যাতি অর্জন করেন? — গদ্য লিখে।

অতুলচন্দ্র গুপ্তের রচিত গ্রন্থ কী? — 'কাব্যজিজ্ঞাসা' ; শিক্ষা ও সভ্যতা ; নদী পথে ; জমির মালিক।

অতুলচন্দ্র গুপ্তের রচিত রসতত্ত্বের বিশিষ্ট গ্রন্থ কী? — কাব্যজিজ্ঞাসা (১৯২৮)।

অতুলচন্দ্র গুপ্ত কোন গবেষণা গ্রন্থ লিখে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে অনাথ দেব পুরষ্কার লাভ করেন? — Trading with the Enemy.

অতুলচন্দ্র গুপ্তের মৃত্য হয় কত সালে? — কলকাতা, ১৯৬১ সালে।

অতুলপ্রসাদ সেন

অতুলপ্রসাদ সেনের জন্ম কোথায়? — ঢাকা শহরে।

অতুলপ্রসাদ সেনের জন্ম কত সালে? — ১৮৭১ সালে।

অতুলপ্রসাদ সেন মূলত কি ছিলেন? — কবি, গীতিকার ও গায়ক।

অতুলপ্রসাদ সেন বাংলা গানে কি আমদানি করেন? — সর্বপ্রথম ঠুমরি আমদানি করেন।

অতুলপ্রসাদ সেন কি রূপে প্রসিদ্ধি অর্জন করেন? — সুরকার হিসেবে।

সঙ্গীত ভূবনে অতুলপ্রসাদ সেনের বিশিষ্ট স্থান কীসের জন্য? — গীতিকার ও সুরকার হিসেবে।

অতুলপ্রসাদ সেনের রচিত গানগুলো কয়ভাগে বিভক্ত? — স্বদেশী সঙ্গীত, ভক্তিগীতি, প্রেমের গান।

অতুলপ্রসাদ সেনের কোন গানগুলো জাতীয়তাবাদ ও স্বাধীনতা আন্দোলনে জনসাধারণের মনে প্রেরণা যোগায়? — মাতৃভূমি, মাতৃভাষা ও স্বজাতির উদ্দেশে নিবেদিত গানগুলো।

অতুলপ্রসাদ সেনের কোন গান ষাটের দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকারীদের মনে উদ্দীপনা সঞ্চার করেছিল? — মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা।

অতুলপ্রসাদ সেনের রচিত গানের সংখ্যা কত? — প্রায় দুশোটি।

অতুলপ্রসাদ সেনের গানের সংকলন কী? — কয়েকটি গান ও গীতিগুঞ্জ (১৯৩১)।

অতুলপ্রসাদ সেনের মৃত্যু হয় কত সালে? — ১৯৪৩ সালে।
Post a Comment (0)
Previous Post Next Post