যানজট নিরসনকল্পে পত্রিকায় প্রকাশের উপযোগী পত্র

যানজট নিরসনকল্পে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো। 


২৫শে এপ্রিল, ২০২১

বরাবর
সম্পাদক
প্রথম আলো
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বিষয় : সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবেদন।

জনাব,
আপনার বহুল প্রচারিত ‘প্রথম আলো’ পত্রিকার ‘চিঠিপত্র’ বিভাগে নিম্নলিখিত পত্রটি প্রকাশ করলে কৃতার্থ হব। 

বিনীত
অহনা আহমেদ
শান্তিবাগ, ঢাকা
 

যানজট একটি ভয়াবহ সমস্যা

রাজধানী শহর ঢাকাকে দেশের প্রাণকেন্দ্র বলা হয়। কিন্তু বর্তমানে ঢাকাতে যানজট প্রকট আকার ধারণ করেছে। এখন শুধু ঢাকাতেই নয়, দেশের অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও যানজট সমস্যার তীব্রতা বেড়েই চলছে। বিশেষ করে ঢাকার গুলিস্তান, ফার্মগেট, মালিবাগ, মতিঝিল এসব এলাকায় যানজট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অপরিকল্পিতভাবে বাড়িঘর ও দোকানপাট নির্মাণের ফলে রাস্তার জায়গা কমে আসছে এবং এটিই যানজটের প্রধান কারণ বলা যায়। এ ছাড়াও ট্রাফিক নিয়ন্ত্রকের অবহেলা, ট্রাফিক আইন অমান্য করা, ওভারব্রিজ ব্যবহার না করা ইত্যাদি বিভিন্ন কারণেও যানজট সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। আর এ যানজটের কারণে সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে অসহনীয় ভোগান্তি। দেখা যায় যে, ঘণ্টার পর ঘণ্টা যানজটের কারণে একজন ব্যক্তি তার অধিক গুরুত্বপূর্ণ কাজটিও সঠিক সময়ে সঠিকভাবে করতে ব্যর্থ হচ্ছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, যানজটের শিকার হয়ে ফায়ার ব্রিগেডের গাড়ি ও অ্যাম্বুলেন্স নির্দিষ্ট সময়ে যথাস্থানে পৌঁছতে পারছে না। এতে দেশের প্রচুর ক্ষতি হচ্ছে। অনেক প্রাণ অকালে ঝরে যাচ্ছে। এরকম ভয়ংকর অবস্থা থেকে মুক্তি পেতে হলে অতি দ্রুত সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। 

এ অবস্থায় সর্বস্তরের জনগণের স্বার্থে খুব শিগগিরই যানজট সমস্যা দূরীকরণে যথাযথ কর্তৃপক্ষের সুনজর প্রত্যাশা করছি। 

অহনা আহমেদ
শান্তিবাগ, ঢাকা।

1 Comments

Post a Comment
Previous Post Next Post