পাঠাগার স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছে দরখাস্ত

তোমাদের গ্রামে একটি পাঠাগার স্থাপনের জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে জেলা প্রশাসকের কাছে একটি দরখাস্ত লেখো। 

বা, আলোকিত মানুষ গড়ার জন্য তোমার এলাকায় একটি পাঠাগার স্থাপনের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে একটি দরখাস্ত লেখো। 


১১ই জানুয়ারি, ২০২১

বরাবর
জেলা প্রশাসক
মাগুরা

বিষয় : পাঠাগার স্থাপনের জন্য আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, মাগুরা জেলার শ্রীপুর থানার আউনাড়া একটি বর্ধিষ্ণু গ্রাম। এ গ্রামে অনেক শিক্ষিত মানুষের বসবাস। এখানে ছেলে ও মেয়েদের শিক্ষার জন্য পৃথক দুটো উচ্চবিদ্যালয় আছে। প্রতি বছরই এ বিদ্যালয় দুটো থেকে বহু ছেলেমেয়ে পাস করে বের হচ্ছে। একটা মাদ্রাসা এবং তিনটি প্রাথমিক বিদ্যালয় এ এলাকায় শিক্ষার আলো বিতরণ করছে বলে এলাকার মানুষের সাংস্কৃতিক উন্নয়নও ঘটছে। তবে এ এলাকাটিতে বর্তমানে একটা সাধারণ পাঠাগারের অভাব প্রকট হয়ে উঠেছে। কিন্তু এলাকাবাসীর পক্ষে অর্থ খরচ করে পাঠাগার স্থাপন করা সম্ভব নয়। 

অতএব, আপনার কাছে আকুল আবেদন এই যে, আমাদের গ্রামের জনসাধারণের স্বার্থে একটা সাধারণ পাঠাগার স্থাপনের ব্যবস্থা করে একটা জ্ঞানভিত্তিক সমাজ গড়ার সুযোগ দান করে বাধিত করবেন। 

নিবেদক

আউনাড়া গ্রামবাসীর পক্ষে
১. মাহবুবুল ইসলাম
২. সামিউল ইসলাম
৩. আসাদউল্লাহ

2 Comments

  1. Nice eta ki chairman e kache lekha jabe?

    ReplyDelete
  2. ata ki ওয়ার্ড কমিশনার ar kase daoa jabe?

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post