টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে জেলা প্রশাসকের নিকট আবেদনপত্র

মনে করো, তুমি রোমানা। তোমার জেলার নাম বরগুনা। তোমার এলাকায় ভয়াবহ টর্নেডোতে ক্ষতিগ্রস্ত জনসাধারণের সাহায্যার্থে জেলা প্রশাসকের কাছে একটি আবেদনপত্র লেখো। 


বরাবর,
জেলা প্রশাসক
বরগুনা।

বিষয় : টর্নেডোতে ক্ষতিগ্রস্ত জনসাধারণের জন্য সাহায্য প্রসঙ্গে।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমরা বরগুনা জেলার অধিবাসী। সাম্প্রতিক টর্নেডোতে বরগুনা জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। টর্নেডোর ফলে গ্রামের সাধারণ ঘরবাড়ি ভেঙে পড়েছে। ফলে প্রচুর মানুষ গ্রহহীন হয়ে পড়েছে। কৃষকের ফসলের মাঠ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অঞ্চলের মানুষের বেঁচে থাকা দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। তাই অতি দ্রুত টর্নেডো কবলিত মানুষের জন্য ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা না করলে তাদের পরিণতি করুণ হবে। 

অতএব, জনাব, যত দ্রুত সম্ভব খাদ্য, ত্রাণসামগ্রী, পানীয়, ঔষধ প্রভৃতি নিয়ে টর্নেডো-আক্রান্ত মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি। 

নিবেদক-

বরগুনা জেলাবাসীর পক্ষে,
রোমানা
Post a Comment (0)
Previous Post Next Post