বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র
| History | 📡 Page Views |
|---|---|
|
Published 19-Jan-2021 | 05:47 PM |
Total View 9K |
|
Last Updated 10-May-2021 | 06:01 AM |
Today View 0 |
তোমাদের এলাকায় বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে
একখানা আবেদনপত্র রচনা করো।
১৬ই অক্টোবর, ২০২০
বরাবর
নির্বাহী প্রকৌশলী
পল্লিবিদ্যুৎ উন্নয়ন বোর্ড
বিষয় : এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার জন্য আবেদন।
জনাব,
আমরা যশোর জেলার শার্শা উপজেলার নিমতলা গ্রামের অধিবাসী। স্বাধীনতার ৪৭ বছর পার
হয়ে গেলেও আমাদের এ গ্রামগুলো বেশ কয়েক বছর হলো পল্লিবিদ্যুতায়নের আওতায় এসেছে।
তাই সন্ধ্যা হলে বিদ্যুতের অভাবে কেবল জীবনই থমকে যায় না- শিক্ষা,
ব্যবসা-বাণিজ্য তথা উন্নয়নও থমকে যায়।
অতএব, জনাবের নিকট বিনীত নিবেদন এই যে, আমাদের এ গ্রামে পল্লিবিদ্যুতের সংযোগ ও
সরবরাহ নিশ্চিত করে দেশের উন্নয়নে আমাদের ভূমিকা রাখার সুযোগ দিন।
নিমতলা গ্রামবাসীর পক্ষে,
মফিজুর রহমান
Leave a Comment (Text or Voice)
Comments (1)
I think it is so small