পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুকে চিঠি

History 📡 Page Views
Published
20-Nov-2020 | 01:53:00 PM
Total View
54.7K+
Last Updated
06-Nov-2021 | 07:56:36 AM
Today View
0
এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটাবে তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। 

বা, মনে করো তুমি ইরাম, নাটোরের অধিবাসী। এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটাবে তা জানিয়ে ঢাকার বন্ধু জামিলকে একটি পত্র লেখো। 

বা, মাধ্যমিক পরীক্ষায় ফল প্রকাশের পূর্ববর্তী অবকাশে তুমি কী করতে চাও তা জানিয়ে বন্ধুর নিকট একটি পত্র লেখো। 

বা, মাধ্যমিক পরীক্ষার পর তুমি কীভাবে অবসর দিনগুলো কাটাতে চাও, তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। 

বা, মাধ্যমিক পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটাতে চাও তা জানিয়ে তোমার কোনো প্রবাসী বন্ধুকে একটি পত্র লেখো। 

বা, মনে করো- তুমি রফিক, তোমার বন্ধু শফিক। এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটাকে তা জানিয়ে তোমার বন্ধুকে একখানা পত্র লেখো। 

বা, পরীক্ষার পর কর্মসূচী সম্পর্কে বন্ধুর নিকট পত্র লেখো।


জামালপুর
২১শে জানুয়ারি, ২০২০

সুপ্রিয় শফিক,
তোমাকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। দীর্ঘদিন তোমার সঙ্গে যোগাযোগ রক্ষা করা হয়নি বলে দুঃখিত। আশা করি ভালো আছ। কয়েকদিন আগে লেখা চিঠিতে তুমি জানতে চেয়েছ এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো আমি কীভাবে কাটাব। 

এসএসসি পরীক্ষার পরবর্তী তিন মাস একটানা অবকাশ। এ সময়টা অযথা নষ্ট করার ইচ্ছা আমার নেই। তাই এ সময়টা যথাযথভাবে ব্যয় করার জন্য ইতিমধ্যেই একটি পরিকল্পনা নিয়েছি। আমাদের গ্রামবাংলার শতকরা প্রায় ৬০ ভাগ মানুষ নিরক্ষর। তাদের প্রায় সবাই চাষাবাদের আধুনিক পদ্ধতি সম্পর্কে অনভিজ্ঞ। ফলে তাদের পক্ষে অধিক ফসল ফলানো সম্ভব হয় না এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্য দিয়ে তাদের সার্বিক অবস্থার পরিবর্তনও করতে পারছে না। আমি সিদ্ধান্ত নিয়েছি পরীক্ষা পরবর্তী অবসর সময় অযথা অপচয় না করে গ্রামের গরিব নিরক্ষর কৃষকদের আধুনিক চাষ সম্পর্কে সম্যক জ্ঞানদান করব। গ্রামের বিদ্যালয় অঙ্গনে নৈশবিদ্যালয় খুলে সমবয়সি বন্ধুদের নিয়ে এ পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা চালাব। এ ব্যাপারে আমাদের সহায়তা করবেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন নবীন শিক্ষক ও বিভিন্ন বিভাগের ৪ জন ছাত্র। আমার এ পরিকল্পনার প্রতি আব্বা, বড় ভাই এবং গ্রামের হিতাকাঙ্ক্ষী বয়োজ্যেষ্ঠরা অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করেছেন। আশা করি দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির এ পদক্ষেপে আমরা অবশ্যই সফলতা লাভ করব। এতে অবকাশ জীবনের অনাবিল আনন্দ গঠনমূলক কাজের ব্যস্ততায় মুখরিত ও অর্থবহ হয়ে উঠবে। 

আমার অবসরের দিন যাপনের পরিকল্পনা সম্পর্কে তোমার মতামত জানালে খুশি হব। তোমার আব্বা- আম্মাকে আমার সালাম এবং ছোটদের স্নেহাশিস দিও। তোমার সুন্দর ও বিকশিত জীবন আমার কাম্য। 

ইতি-
তোমার প্রীতিমুগ্ধ
রফিক

*[এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানাসহ খাম আঁকতে হবে]


একই চিঠি আরেকবার সংগ্রহ করে দেওয়া হলো।


মগবাজার, ঢাকা
১১ অক্টোবর, ২০২১

সাদেক,
আমার ভালবাসা নিও। আজ আমাদের পরীক্ষা শেষ হল। প্রশ্নগুলো খুব কঠিন ছিল না, পরীক্ষা ভালই দিয়েছি বলতে হবে। আশা রাখি, প্রথম বিভাগে পাশ করব। কিন্তু ফল বের না হওয়া পর্যন্ত নিশ্চিত হতে পারছি না। এই ক’মাস দুশ্চিন্তায় কাটানো কষ্টকর। কিন্তু সব ভুলে থাকার ও কিঞ্চিৎ সমাজসেবার উদ্দেশ্যে পরবর্তী কয়েক মাসের জন্য আমি একটা কর্মপন্থা স্থির করে নিয়েছি।

ফলাফল প্রকাশিত না হওয়া পর্যন্ত গ্রামের বাড়িতেই থাকব। তুমি জান আমাদের গ্রামের অবস্থা। অশিক্ষার দরুন এখানকার লোকেরা কৃষি, স্বাস্থ্য, বাণিজ্য ইত্যাদি সব দিক দিয়েই পিছিয়ে আছে। আমি ঠিক করেছি আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে এদের মধ্যে জ্বালাব শিক্ষার আলো। আব্বা আমার প্রস্তাবে সানন্দে রাজি হয়েছেন। তিনি বলেছেন বয়স্কদের শিক্ষার জন্য একটি নৈশ বিদ্যালয় খুলতে। আমার কাছে ম্যাপ, গ্লোব ইত্যাদি আছে। বৃত্তির তিন’শ টাকা আমার হাতে আছে। তাই দিয়ে চক, বই ও অন্যান্য সরঞ্জামাদি কিনে আমাদের বৈঠক ঘরেই ক্লাস শুরু করব। দু’মাসে যদি দশটি লোকের অজ্ঞতা দূর করতে পারি তাহলেই আমার পরিশ্রম সার্থক হবে। আমার ছাত্রদের আমি শপথ করাব যে, তারা লেখাপড়া শিখে প্রত্যেকে দুজনকে লেখাপড়া শেখাবে। পাশের গ্রামের শফিকও এমন একটা নৈশ বিদ্যালয় খুলছে।

আমরা কিঞ্চিৎ লেখাপড়া শিখেছি। তাই সমাজের প্রতি, দেশের প্রতি আমাদের দায়িত্ব আছে। সে দায়িত্ব আংশিক পূরণের চেষ্টা করব এ ক’দিন। তোমাদের শুভেচ্ছায় আমার এ প্রয়াস সফল হোক। দোয়া করো।

তোমাদের
আহসান

[এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানাসহ খাম আঁকতে হবে]
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 21-Apr-2022 | 11:17:25 AM

অসাধারণ