অনুচ্ছেদ : সংবাদপত্র পাঠ

সংবাদপত্র পাঠ


বর্তমান যুগে সংবাদপত্র পাঠ করা খুবই জরুরি। সংবাদপত্র জ্ঞানের ভাণ্ডার। বিভিন্ন ধরনের সংবাদপত্রের মাধ্যমে বিশ্বের সমস্ত ঘটনা আমাদের নিকট আসছে। মুহূর্তের মধ্যে বিশ্বের যেকোনো প্রান্তের খবরাখবর আমাদের চোখের সামনে এসে পড়ছে। যেন আমাদের এ বিশাল পৃথিবীটা কল্পনাতীতভাবে একটি ক্ষুদ্র গোলকে পরিণত হয়েছে। সংবাদপত্র পাঠ একটি খুবই ভালো অভ্যাস যার মাধ্যমে রাষ্ট্র, সরকার, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ভূগোল, বিজ্ঞান, সাহিত্য, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, এবং সর্বোপরি প্রতিটি দেশের শিল্প সাহিত্য সম্পর্কিত জ্ঞানভাণ্ডার আমাদের নিকট উপস্থিত হয়। আমাদের দেশে ছাত্রছাত্রীরাই প্রধানত সংবাদপত্র পাঠ করে। একটি উল্লেখযোগ্য সংখ্যক চাকরিজীবীও তাদের কর্মক্ষেত্রে বসে পত্রিকা পড়ে। সংবাদপত্রের পাঠক হিসেবে সংসারী নারীদের সংখ্যাও চোখে পড়ার মত। আমাদের জাতিকে আরো যথাযথভাবে গড়ে তুলতে হলে সংবাদপত্র পাঠের অভ্যাসকে আরো উৎসাহিত করতে হবে। একটি সভ্য জাতির কর্ণকুহরে সর্বদাই সচেতনতার বার্তা ভেসে বেড়ায়। এ সচেতনতার সবচেয়ে বড় অংশটিই আসে সংবাদপত্র পাঠের মাধ্যমে। বর্তমানে বিশ্বায়নের যুগে সংবাদপত্রকে বিশ্বের আইনসভা হিসেবে বিবেচনা করা হয়। আর এই আইনসভার সদস্য হতে হলে অবশ্যই সংবাদপত্র পাঠ করতে হবে। সংবাদপত্রকে বিশ্ব সভ্যতার তাৎক্ষণিক আয়না বলা যেতে পারে। তাই একজন পত্রিকা পাঠক এই আয়নার সম্মুখে দাঁড়িয়ে নিজের উপস্থিতি সম্পর্কে ধারণা লাভ করতে পারে। সর্বতোভাবেই সংবাদপত্র পাঠ করা অবশ্য অবশ্যই ভালো অভ্যাস।


1 تعليقات

إرسال تعليق
أحدث أقدم