অনুচ্ছেদ : পরীক্ষার পূর্বরাত্র

পরীক্ষার পূর্বরাত্র


আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রীদের কাছে পরীক্ষার পূর্বরাত্র স্মরণীয় হয়ে থাকে। এই রাতটি তাদের নিকট শিহরণ জাগানো রাত। আমাদের দেশের অনেক ছাত্রছাত্রী সারাবছর নিয়মিত পড়ালেখা করে না। তাদের নিকট ছাত্রছাত্রী সারাবছর নিয়মিত পড়ালেখা করে না। তাদের নিকট পরীক্ষার আগের রাতটি খুবই ভয়ানক। তারা তখন বিচলিত হয়ে পড়ে। তারা হতবুদ্ধি হয়ে পড়ে। কোনো বিকল্প না দেখে তারা না বুঝে মুখস্ত করা শুরু করে। হতাশা এবং উত্তেজনার চাপে তারা তখন পূর্বের শেখা বিষয়ও ভুলে যায়। এ পরিস্থিতিতে বছরের অন্য সময়ের তুলনায় তারা আরো অধিক নিষ্প্রভ মেধার পরিচয় দেয়। অনেক সময় তারা ভয়ে ঘামতে শুরু করে। মধ্যরাত না হতেই তারা পড়া ও পর্যালোচনার মাধ্যমে পাসের আশা ছেড়ে দেয়। কিন্তু একজন পরিশ্রমী ও নিষ্ঠাবান ছাত্রের ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সে পূর্বে প্রস্তুত করা পাঠ্যবিষয়গুলো পুনরায় পড়ে। সে নতুন করে কোনো প্রশ্ন মুখস্থ করে না। সে কেবল তার পূর্ব পাঠগুলো পর্যালোচনা করে। সে দ্রুতগতিতে পড়ে যায়। এজন্য তাকে পরীক্ষার পূর্ব দিন গভীর রাত পর্যন্ত জাগতে হয় না। এভাবে, তার নিকট পরীক্ষার পূর্বরাত্র অন্যান্য রাতের মতো স্বাভাবিক মনে হয়। ‍সুতরাং ছাত্রছাত্রীদের ধরনের ওপর ভিত্তি করে পরীক্ষার পূর্বরাত্রটি সুখের কিংবা দুঃখের দুরকমই হতে পারে।

1 Comments

Post a Comment
Previous Post Next Post