সাধারণ জ্ঞান : জাদুঘর

জাদুঘর

শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালাটি কোথায়? – ময়মনসিংহে।

ঢাকার ঐতিহাসিক জাদুঘরের নাম কী? – আহসান মঞ্জিল। (১৯৯২ সালে যাদুঘরে রূপান্তর)

‘মুক্তিযুদ্ধ জাদুঘর’ কোথায় অবস্থিত? – ঢাকার সেগুনবাগিচায়।

বাংলাদেশ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? – সোনারগাঁও (নারায়ণগঞ্জ)।

উপজাতীয়দের সাংস্কৃতিক কেন্দ্র কোথায়? – নেত্রকোনায় (১৬ আগস্ট ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত)।

নজরুল জাদুঘর’ কোথায় অবস্থিত? – ধানমন্ডি, ঢাকা।

বাংলাদেশে মোট জাদুঘরের সংখ্যা কতটি? – ১০৩টি।

বাংলাদেশের প্রথম জাদুঘরের নাম কী? – বরেন্দ্র যাদুঘর।

‘বরেন্দ্র জাদুঘর’ কখন প্রতিষ্ঠিত হয়? – ১০ ডিসেম্বর, ১৯১০ সালে।

‘বরেন্দ্র জাদুঘর’ কোন জেলায় অবস্থিত? – রাজশাহী জেলায়।

কুটিবাড়ি ‘রবিন্দ্র জাদুঘর’ কোথায় অবস্থিত? – শিলাইদহ, কুষ্টিয়া (১৯৭১ সালে)।

ক্রিকেট জাদুঘর কোথায় অবস্থিত? – ঢাকায় (প্রতিষ্ঠা – ২০০০)।

‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতি জাদুঘর’ কোথায় অবস্থিত? – ঢাকা (প্রতিষ্ঠা ১৯৯৭)।

‘জাতীয় জাদুঘর’ কোথায় অবস্থিত? – শাহবাগে।

শাহবাগে প্রতিষ্ঠিত ঢাকা জাদুঘর কত তারিখে জাতীয় জাদুঘরে রূপান্তরিত হয়? – ১৯৮৩ সালের ১৭ নভেম্বর।

‘মুক্তিযুদ্ধ জাদুঘর’ কোথায় অবস্থিত? – ঢাকার সেগুনবাগিচায়।

‘মুক্তিযুদ্ধ জাদুঘর’টি কখন স্থাপিত হয়? – ৪ আগস্ট ১৯৯৬ সালে।

‘মুক্তিযুদ্ধ জাদুঘর’ এর অপর নাম কি? – নূরমঞ্জিল যাদুঘর (সিলেট ১৯৮৭ সালে)।

নগর জাদুঘর কোথায় অবস্থিত? – ঢাকার নগর ভবনের অভ্যন্তরে (২০ জুলাই ১৯৯৬)।

‘জিয়া স্মৃতি জাদুঘর’ কোথায় অবস্থিত? – চট্টগ্রামে (৬ সেপ্টেম্বর ১৯৯৩)।

আমাদের দেশের একমাত্র ‘ডাক জাদুঘর’টি কোথায় অবস্থিত? – ঢাকার জিপিওতে (৩০ জানুয়ারি ১৯৮৫)।

একমাত্র ‘বিজ্ঞান জাদুঘর’ কোথায় অবস্থিত? – আগারগাঁও (ঢাকা)।

আহসান মঞ্জিল কোথায় অবস্থিত? – পুরানো ঢাকার ওয়াইজঘাট এলাকায়।

ঢাকার ঐতিহাসিক জাদুঘরের নাম কী? – আহসান মঞ্জিল। (১৯৯২ সালে যাদুঘরে রূপান্তর)

‘লালবাগ কেল্লা জাদুঘর’ কোথায় অবস্থিত? – ঢাকার লালবাগ কেল্লার ভেতরে।

‘গান্ধী স্মৃতি জাদুঘর’ কোথায় অবস্থিত? – নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার জয়াগ গান্ধী আশ্রমে। (১০ অক্টোবর ২০০০, প্রেসিডেন্ট সাহাবুদ্দিন আহমেদ উদ্বোধন করেন)।

বঙ্গবন্ধু জাদুঘর’ কোথায় অবস্থিত? – ঢাকার ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িতে।

জাতীয় জাদুঘরের প্রথম মহাপরিচালকের নাম কী? – ড. মু. এনামুল হক।

’জয়নুল আর্ট গ্যালারী’ কোথায় অবস্থিত? – ময়মনসিংহে।

বাংলাদেশের ‘জাতীয় জাদুঘর’ কোথায় অবস্থিত? – ঢাকার শাহবাগে।

দেশের একমাত্র ‘প্রাণী জাদুঘর’ কোথায় অবস্থিত? – ঢাকার মিরপুর চিড়িয়াখানা।

‘ময়নামতি জাদুঘর’ কোথায় অবস্থিত? – কুমিল্লা জেলায়।

‘বাংলাদেশ রাইফেলস জাদুঘর’ কোথায় অবস্থিত? – ঢাকায় (পিলখানা)।

‘বাংলাদেশ পুলিশ জাদুঘর’ কোথায় অবস্থিত? – ঢাকায় পুলিশ হেড কোয়ার্টার।

‘মহাস্থানগড় জাদুঘর’ কোথায় অবস্থিত? – বগুড়ায়।

একমাত্র ‘রকস্ মিউজিয়াম’ কোথায় অবস্থিত? – পঞ্চগড় জেলায় (১৯৯৭ সালে প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠাতা-অধ্যক্ষ নাজমুল হক)।

‘শেরে বাংলা জাদুঘর’ কোথায় অবস্থিত? – বরিশালের চাখারে।

‘লালন জাদুঘর’ কোথায়? – কুষ্টিয়া (১৯৭৯ সালে প্রতিষ্ঠিত)।

কারুপল্লী কোথায় অবস্থিত? – নবাববাড়ি, বগুড়া (১৯৮৭ সালে প্রতিষ্ঠিত)।

উপজাতীয়দের সাংস্কৃতিক কেন্দ্র কোথায়? – নেত্রকোনায় (১৬ আগস্ট ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত)।

উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট কোথায়? – ভেদভেদী রাঙামাটি (১৯৭৮ সালে প্রতিষ্ঠিত)।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯৭৩ সালে।

বাংলাদেশের একমাত্র জাতিতাত্ত্বিক বা নৃ-তাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত? – চট্টগ্রামের আগ্রাবাদে (এশিয়ার দ্বিতীয়)।

এশিয়ার ২টি জাতিতাত্ত্বিক জাদুঘরের মধ্যে অপরটি কোথায়? – জাপানে।
Post a Comment (0)
Previous Post Next Post