সাধারণ জ্ঞান : বন্দে আলী মিয়া

বন্দে আলী মিয়া 

বন্দে আলী মিয়া কবে জন্মগ্রহণ করেন? — ১৯০৬ সালের ১৫ ই ডিসেম্বর। 

বন্দে আলী মিয়া কোথায় জন্মগ্রহণ করেন? — পাবনা জেলার রাধানগর গ্রামে।

তিনি প্রথম কোন পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগদান করেছিলেন? — 'ইসলাম দর্শন' (১৯২৫) পত্রিকায়। 

তাঁর সম্পাদিত পত্রিকাগুলোর নাম কী কী? — 'কিশোর পরাগ', 'শিশুবার্ষিকী', 'জ্ঞানের আলো'। 

তিনি মূলত কী ছিলেন? — কবি, ঔপন্যাসিক ও শিশুসাহিত্যিক। 

তিনি তাঁর কবিতায় কী বর্ণনায় নৈপুণ্যের পরিচয় দিয়েছেন? — পল্লিপ্রকৃতির সৌন্দর্য। 

তাঁর রচিত কাব্যগ্রন্থগুলোর নাম কী? — 'ময়নামতির চর' (১৯৩২), 'অনুরাগ' (১৯৩২)। 

তাঁর রচিত শিশুতোষ গ্রন্থগুলোর নাম কী কী? — 'চোর জামাই' (১৯২৭), 'মৃগপরী' (১৯৩৭), 'ডাইনী বউ' (১৯৫৯), 'রূপকথা' (১৯৬০), 'কুঁচবরণ কন্যা' (১৯৬০)। 

তিনি কী কী পুরস্কার লাভ করেন? — বাংলা একাডেমি পুরস্কার (১৯৬২) ও প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৫)।

তিনি কত তারিখে মৃত্যুবরণ করেন? — ১৭ ই জুন, ১৯৭৯ সালে। রাজশাহীতে।
Post a Comment (0)
Previous Post Next Post