عرض المشاركات من ديسمبر, ٢٠١٩

রচনা : ছাত্র-শিক্ষক সম্পর্ক

ভূমিকা : ছাত্ররা জ্ঞানার্জনের যে সাধনায় নিয়োজিত হয়, তাতে শিক্ষকগণ উদার সহযোগিতা প্রদান করেন। শিক্ষকগণের সুচিন্তিত নির্দেশনায় ছাত্ররা শিক্ষার অভীষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার চেষ্টা করে। শিক্ষকের কল্যাণধর্মী স্নেহচ্ছায়ায় শিক্ষার্থীর জ…

রচনা : বাংলাদেশের প্রাচীন স্থাপত্য : মসজিদ ও মন্দির

মসজিদ ভূমিকা : পৃথিবীর বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মতো মুসলমানদের একটি নিজস্ব স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্যপূর্ণ প্রার্থনাগার রয়েছে। পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে, “হে আমার বান্দাগণ, নামাজ কায়েম কর এবং যাকাত দান কর।” এই নামাজ একটি ব্…

রচনা : গ্রীষ্মের দুপুর

↬ গ্রীষ্মের একটি নির্জন দুপুর ↬ নির্জন দুপুরের অভিজ্ঞতা ভূমিকা :  ‘জলশূন্য পল্লীপথে ধূলি উড়ে যায়  মধ্যাহ্ন বাতাসে; স্নিগ্ধ অশথের ছায়  ক্লান্ত বৃদ্ধা ভিকারিনী জীর্ণ বস্ত্র পাতি  ঝাঁ ঝাঁ করে চারিদিকে নিস্তব্ধ নিঝু…

রচনা : শরতে-হেমন্তে বাংলাদেশ

ভূমিকা : ঋতু-রঙ্গমঞ্চে যখন অগ্নিক্ষরা গ্রীষ্মের আতঙ্ক-পাণ্ডুর বিবর্ণতা মুছে গেছে, যখন বর্ষার বিষণ্ণ-বিধুর নিঃসঙ্গতা আর নেই, তখনই নিঃশব্দ চরণ ফেলে শরতের আবির্ভাব। মুখে তার প্রসন্ন হাসি। অঙ্গে তার স্বর্ণবরণ মোহন কান্তি। তার স্নিগ…

রচনা : বিজ্ঞান মেলা

↬ বিজ্ঞান প্রদর্শনী ভূমিকা :  ‘আজিকার এ বিজ্ঞান মেলা  শুভ প্রভাতের করেছে সূচনা,  বিজ্ঞানের পূর্ণ বিকাশ  বিজ্ঞানের জয়যাত্রা  বিজ্ঞানের বিশাল মাত্রা  বিজ্ঞান মেলা তব ঝলক মাত্র।’  একটি সমৃদ্ধ সংস্কৃতির লালনভূমি হ…

রচনা : বিশ্ব পরিবেশ দিবস : ৫ জুন

ভূমিকা : পরিবেশ মানবসভ্যতার এক গুরুত্বপূর্ণ উপাদান। সভ্যতার ক্রমবিকাশ থেকেই মানুষ ধীরে ধীরে গড়ে তুলেছে তার পরিবেশ। মানুষের রচিত পরিবেশ তারই সভ্যতা-বিবর্তনের ফসল। পরিবেশই প্রাণের ধারক, জীবনীশক্তির যোগানদার। যুগে যুগে পরি…

রচনা : বিশ্ব শিশু দিবস

↬ আন্তর্জাতিক শিশু দিবস ভূমিকা : ‘আককের শিশু / পৃথিবীর আলোয় এসেছে  আমরা তার তবে একটি সাজানো বাগান চাই।’  প্রবীণ শিল্পীদের দরদভরা কণ্ঠে গান হয়ে একটা বিষয়েই আর্তি জানায়- শিশুর অধিকার কী? শিশুর অধিকার যেন আজ সবার মাঝে সোচ…

রচনা : বাংলাদেশের খাদ্য সমস্যা ও তার প্রতিকার

↬ খাদ্য নিরাপত্তা ও খাদ্য সমস্যা ভূমিকা : মানুষের মৌলিক চাহিদার প্রথম উপকরণ হচ্ছে খাদ্য। আর বাংলাদেশের প্রধান খাদ্য হল ভাত। এদেশের শতকরা ৮০ ভাগ লোক কৃষিকর্মে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকলেও বর্তমানে খাদ্য সমস্যা প্রকট আ…

রচনা : সমবায়

↬ সমবায় আন্দোলন ↬ সমবায় আন্দোলনের গুরুত্ব ভূমিকা : অর্থনৈতিক উদ্দেশ্য সাধনের জন্যে কতিপয় লোকের সংঘবদ্ধ হওয়ার পদ্ধতিকে ‘সমবায়’ ব্যবস্থা বলে অভিহিত করা হয়। মানবজীবনে সম্মিলিত প্রয়াস আনে সুবিপুল সম্ভাবনা। সাধারণত যেখানে …

ভাবসম্প্রসারণ : করিতে পারি না কাজ, সদা ভয়, সদা লাজ / সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে।

করিতে পারি না কাজ, সদা ভয়, সদা লাজ সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। সমাজে কিছু দুর্বল মনের মানুষ থাকে। ভয় ও সংকোচ তাদের প্রতিদিনের সঙ্গী। কথা বলতে তারা দ্বিধা-দ্বন্দ্বে ভোগে। কোনো কাজ করতে গেলেও তাদের মনে সংশয় থাকে…

ভাবসম্প্রসারণ : বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস।

বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। তদানীন্তন পাকিস্তানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠী শুরু থেকেই পূর্ব বাংলা ও বাংলার মানুষের সঙ্গে বৈরী আচরণ ও ষড়যন্ত্রে মেতে ওঠে। তারা ২৩ বছর ধরে শোষণ-বঞ্চনা, অত্যাচার-…

تحميل المزيد من المشاركات
لم يتم العثور على أي نتائج