ভাবসম্প্রসারণ : আমাদের দেশে হবে সেই ছেলে কবে / কথায় না বড় হয়ে কাজে বড় হবে।

History 📡 Page Views
Published
21-Jul-2018 | 03:19 PM
Total View
25.5K
Last Updated
31-May-2025 | 11:54 AM
Today View
2
আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে।

মূলভাব : কথা না, কাজেই মানুষের পরিচয়। বড় বড় কথা বললে বড় হওয়া যায় না, বড় হতে হলে মহৎ কর্ম করতে হবে।

সম্প্রসারিত ভাব : সমাজ-সভ্যতা বিকাশের জন্য কর্মের প্রয়োজন। মহৎ কিছু কর্ম দ্বারা দেশ ও জাতির উন্নয়ন সম্ভব। এ মহৎ কর্ম সাধনের জন্য আমাদের প্রয়োজন সৎ কর্মীর। কিন্তু আমাদের সমাজে সৎ কর্মীর খুব অভাব। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মুখে অনেক বড় বড় আওড়ায় কিন্তু কোনো কাজ করে না। তারা বুলি দ্বারা বিশ্ব জয় করার প্রত্যয় ব্যক্ত করে। কিন্তু তাদের স্বপ্ন বাস্তবায়নের কোনো প্রচেষ্টা নেই, উপরন্তু অন্যের কাজের সমালোচনা করে। এ ধরনের মানুষ সমাজের জন্য ক্ষতিকর। তারা নিজেরাও কাজ করে না, অপরদিকে সৎ কর্মীদের কাজের বাধা হয়ে দাঁড়ায়। যদি তারা নিজে কাজ করত বা অন্যের কাজের সহায়তা করত তবে দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত হতো। পৃথিবীর প্রতিটি দেশের উন্নতির পেছনে রয়েছে কর্মীর প্রচেষ্টা। মহামানবেরা কঠোর পরিশ্রম করে নিজেদের নাম স্বর্ণাক্ষরে খোদাই করে রেখে গেছেন। তারা শুধু আশার বাণী শোনাননি, তারা কর্ম ও নিষ্ঠার সমন্বয় ঘটিয়ে সৎ কর্ম সাধন করেছেন। বিশ্বের মানুষ তাদের শ্রদ্ধায় স্মরণ করেন। আমাদের উচিৎ তাদের পথ অনুসরণ করা। নিজেকে কর্মী হিসেবে গড়ে তোলা। সমাজের প্রতিটি মানুষের ভালো কিছু কর্ম দ্বারা সৃষ্টি হয় একটি সুন্দর সমাজ। তাই আমাদের কর্মে মনোনিবেশ করতে হবে।

সিদ্ধান্ত : আত্ম প্রচারণায় মনোযোগী না হয়ে কাজে মনোযোগী হতে হবে। কাজ ও পরিশ্রমের সম্মেলন ঘটিয়ে সুন্দর দেশ গড়তে হবে আমাদের।
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (8)

Guest 05-Mar-2025 | 11:03:40 AM

মহৎ প্রচেষ্টার জন্য শুভ কামনা রইল।

Guest 05-Dec-2023 | 04:25:58 PM

Good job

Guest 22-Jul-2023 | 02:13:06 PM

this is very helpfull

Labib 26-Jun-2022 | 01:44:55 PM

This helped me. keep expanding ur collection of educational things.

Guest 11-Apr-2021 | 01:35:04 PM

Very nice

Guest 15-Apr-2020 | 04:09:09 PM

nice

Guest 09-Feb-2020 | 04:13:37 PM

Thank you.

Art 08-May-2019 | 09:59:45 AM

So creative.