ভাবসম্প্রসারণ : তোমার পতাকা যারে দাও তারে বহিবার দাও শক্তি
| History | 📡 Page Views |
|---|---|
| Published 08-Jul-2018 | 02:48:00 PM |
Total View 1.7K+ |
| Last Updated 29-May-2025 | 08:03:06 AM |
Today View 0 |
তোমার পতাকা যারে দাও তারে বহিবার দাও শক্তি
মূলভাব : কোন দায়িত্ব বা গুরুভার গ্রহণ করা সহজ কিন্তু তা বহন করা অনেক কঠিন। আর সেজন্য স্রষ্টার শক্তি কামনা করা হয়।
সম্প্রসারিত-ভাব : আল্লাহ যাকে যে দায়িত্ব অর্পণ করেন তা সুসম্পন্ন করা তখনই সম্ভব হয় যখন তিনি তাকে সেটি করার মত শক্তি সামর্থ্য প্রদান করবেন। এখানে যে শক্তিই কামনা করা হয়েছে। মানুষের জীবনে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয় প্রভৃতি ক্ষেত্রে নানা রকম দায়িত্ব বর্তায়। এসব দায়িত্ব স্রষ্টার নির্দেশেই মানুষ পেয়ে থাকে। কিন্তু স্রষ্টা যদি সে দায়িত্ব পালনের শক্তি সামর্থ্য না দেন, তবে কারো পক্ষেই তা পালন করা সম্ভব হবে না। আর সে কারণেই স্রষ্টার কাছে শক্তি কামনা করা হয়। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, বিশ্বনবী হযরত মুহাম্মদ (স) এর কথা। তাঁকে মহান আল্লাহ যে গুরুভার (ইসলাম প্রচারের) অর্থাৎ, ইসলামের পতাকা বহনের যে দায়িত্ব দিয়েছিলেন, তা বহনের শক্তিও তিনিই তাকে দিয়েছিলেন। অনুরূপ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রতীয়মান। আমাদের উচিত যার যার দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে সম্পাদন করা এবং সে জন্য স্রষ্টার কাছে শক্তি কামনা করা। কোন গুরুভার যিনি অর্পণ করেন, বহন করার সামর্থ্যও তার কাছেই কামনা করতে হয়।
Leave a Comment (Text or Voice)
Comments (0)