International Business - IB

IB বা International Business খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট BBA এবং MBA ছাত্র ছাত্রীদের জন্য। আমি পড়ালেখায় থাকা অবস্থায় আমি এই সাবজেক্টের জন্য স্যারের ক্লাস থেকে এবং ইন্টারনেট থেকে সমন্বয় করে একটা শিট তৈরি করেছি।

আশা করি এটা কারো কাজে লাগতে পারে।

আমরা সবাই পড়ালেখার জন্য নানা বিষয়ে নোট তৈরি করি। অনেকের মধ্যে একটা ভাব থাকে যে তারা তাদের নোট কাউকে দিবে না। কেউ যদি তার নোট পড়ে বেশি নম্বর পেয়ে যায় তো সে এগিয়ে যাবে। এই ধরনের মানসিকতা আমাদের বন্ধু মহলে প্রায় দেখা যায়। আমি এই সব বন্ধুদের আপন ভাবতে পারি না।

আমি নিজে যখন পড়ালেখা করেছি তখন আমি হয়তো কোনো বিষয়ে ভালো ছিলাম তখন আমি আমার পাশের যেসকল বন্ধু ঐ সাবজেক্টে দুর্বল তাদের আমি ঘরে ডেকে বুঝয়ে দিয়েছি ঐ সকল সাবজেক্ট বা Math। আবার আমিও অন্যদের থেকে সাহায্য পেয়েছি অনেক। আমি আমার নোটগুলো সবার সাথে শেয়ার করতাম। আমার মনে আছে এমন অনেক নোট আমার পরে চার পাঁচ সেমিস্টার পর্যন্ত জুনিয়ররা পড়েছে। আমাদের ভার্সিটির পাশের ফটোকপিওয়ালা আমার শিটগুলো কালেকশনে রাখতো, সেগুলো ফটোকপি দিয়ে সে ভালোই লাভবান হতো। এই জন্য ফটোকপিওয়ালা আমাকে একদিন ডেকে চা খাওয়াইছে।

তাই বলছি, আপনার তৈরি করা নোট গুলো লুকায়ে রাইখেন না। বন্ধুদের মাঝে দিয়ে দিনি, তারাও পড়ুক আপনিও পড়েন। জুনিয়ররাও পড়ুক, কে যদি আপনার নোট পড়ে উপকৃত হয় তাতে সমস্যা কি? হিংসারও কি? অহংকারেরও কি? বরং নোট শেয়ার করলে আপনার নোটে যদি ভুল থাকে তা কারো না কারো চোখে ধরা পড়ে। এতে আপনারই লাভ হয়বেশি।
International Business Sheet
যাই হোক International Business এর শিটটার জন্য এখানে ক্লিক করুন।

শিটটিতে যেসকল লেসন আছে তা নিচে দেয়া হলো-
  • Globalization And IB
  • The Cultural Environments Facing Business
  • The Economic Environment
  • The Political And Legal Environment Facing Business
  • International Trade & Investment
  • Formulation Of National Trade Policies
  • International Strategic Management
  • Strategies For Analyzing And Entering Foreign Markets
  • International Strategic Alliances
  • International Marketing

Post a Comment (0)
Previous Post Next Post