Amplification : Practice makes a man perfect

Amplification


Practice makes a man perfect.

গাইতে গাইতে গায়েন, আর বাজাতে বাজাতে বায়েন।


Main Idea : Frequent doing something makes us better at doing it. Regular exercise in an activity is the way to become skilled in it. Perfection of life comes through practice on regular basis.

Amplification : Practice means to perform again and again without being frustrated. Practice helps a man to achieve success in life. It is an exercise. It is a tool of success. It sharpens our abilities. It fundamentally affects our success. It builds our confidence. It improves our skill and speed. It improves our power productivity. It makes a man fit for any work. Lack of practice makes a man unskilled and inexpert. It spoils our stamina. It demoralizes a man. Thus, we have to practise for any work again and again. We should not face eagerness in the face of problems. If we practise something enough, we shall eventually be able to do it perfectly. Frequent practice awakens the weary or latent potential of a man. In fact, practice in particular field or subject brings success for us. Thus, we can definitely say that practice makes a man perfect.

বঙ্গানুবাদ

মূলভাব : বারবার কোনো কিছু করা আমাদেরকে এটি করতে অধিকতর উন্নত করে। একটি তৎপরতার নিয়মিত অনুশীলন হলো এতে দক্ষ হওয়ার পথ। জীবনের বিশুদ্ধতা আসে নিয়মিত ভিত্তিতে এর অভ্যাসের মাধ্যমে

ভাবসম্প্রসারণ : অভ্যাসের অর্থ হতাশ না হয়ে বারবার সম্পাদন করা। অভ্যাস একজন মানুষকে জীবনে সাফল্য লাভ করতে সাহায্য করে। এটি একটি অনুশীলন। এটি সাফল্যের একটি যন্ত্র। এটি আমাদের সামর্থ্যকে শানিত করে। এটি মৌলিকভাবে, আমাদের সাফল্যকে প্রভাবিত করে। এটি আমাদের দৃঢ় বিশ্বাসকে গঠন করে। এটি আমাদের দক্ষতা ও গতিকে উন্নত করে। এটি আমাদের কর্মশক্তি ও উৎপাদন ক্ষমতা উন্নত করে। এটি একজন মানুষকে যেকোনো কাজের উপযুক্ত করে তোলে। অভ্যাসের অভাবে একজন মানুষ অদক্ষ ও অপারদর্শী হয়। এটি আমাদের কর্মশক্তিকে নষ্ট করে দেয়। এটি একজন মানুষকে চরিত্রহীন করে। সুতরাং আমাদেরকে বার বার যেকোনো কাজের জন্য অভ্যাস করতে হবে। সমস্যা মোকাবিলায় আমাদের আগ্রহের সম্মুখীন হওয়া উচিত নয়। আমরা যদি কোনো কিছু পর্যাপ্ত অনুশীলন করি, তাহলে আমরা অবশেষে এটি করতে সমর্থ হবো। বারবার অভ্যাস ক্রান্তদের অথবা একজন মানুষের সুখ সম্ভাবনাকে জাগিয়ে তোলে। বস্তুত নির্দিষ্ট ক্ষেত্রে অনুশীলন বা বিষয় আমাদের জন্য সাফল্য আনে। সুতরাং আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে অনুশীলন একজন মানুষকে সম্পূর্ণ করে তোলে।

Post a Comment (0)
Previous Post Next Post