Amplification : Great talkers are never great doers

Amplification


Great talkers are never great doers.

মুখে বুলি লম্বা কাজে অষ্টরস্থা।


Main Idea : Great talkers in the society blow their own trumpets high-sounding promises. But they are like empty vessels that sound much and do nothing. 

Amplification : Great talkers are more eloquent than doers. People who make big promises can rarely implement these. They can't be true to their words. They only depend on garrulous attitudes. They are not qualified in working. They have no control over their power and potential. They try to win through their lips only. Outward or showy appearance often proves deceptive or misguiding. Great talkers become the laughing-stock. They present themselves as buffoons. Their vanity often exposes them to a very low position. On the other hand, people who speak in a limited manner believe in practical action. They know their shortcomings and limitations. They depend on sincere effort. They ty their best to keep their promise. Thus, a man of less or logical talk can easily get success in life. Thus, we can definitely say, that great achievement cannot be possible by great talkers. 

বঙ্গানুবাদ

মূলভাব : সমাজে বড়ো বাচালেরা উচ্চধ্বনির অঙ্গীকারে তাদের নিজস্ব শিঙ্গা বাজায়। কিন্তু তারা শূন্য পাত্রের মতো যা শব্দ বেশি এবং কাজে কিছুই না। 

ভাবসম্প্রসারণ : বড়ো বাচালেরা কর্মীর চেয়ে বাকপটু বেশি। যে লোকেরা বড়ো বড়ো অঙ্গীকার করে তারা কদাচিৎ এগুলো কাজে পরিণত করতে পারে। তারা তাদের কথায় সত্য হতে পারে না। তারা কেবল অতিভাষী মনোভাবের ওপর নির্ভর করে। তারা কাজে যোগ্য নয়। তাদের ক্ষমতা ও সম্ভাবনায় তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তারা কেবল কথা বলার মধ্য দিয়ে জয়লাভ করতে চায়। বাহ্যিক বা লোক দেখানো হাবভাব প্রায়ই প্রতারতাপূর্ণ বা ভ্রান্তপথে চালানো হিসেবে প্রমাণ করে। বড়ো বাচালরা হাস্যাস্পদ হয়। তারা নিজেদেরকে ভাঁর হিসেবে উপস্থাপন করে। তাদের দেমাক প্রায়ই তাদেরকে খুব নিম্ন অবস্থানে অনাবৃত করে। পক্ষান্তরে, যে লোকেরা সীমিত আকারে কথা বলে, তারা ব্যবহারিক কাজকে বিশ্বাস করে। তারা তাদের দোষত্রুটি ও সীমাকে জানে। তারা আন্তরিক প্রচেষ্টার ওপর নির্ভরশীল। তারা তাে প্রতিশ্রুতিকে রক্ষা করতে সর্বাত্মক চেষ্টা করে। এভাবে একজন মানুষ যিনি কম ও যৌক্তিক কথা বলেন, তিনি জীবনে সহজেই সাফল্য লাভ করতে পারেন। সুতরাং আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে বাড়ো কৃতিত্বপূর্ণ কাজ বড়ো বাচালদের দ্বারা সম্ভব হতে পারে না।
Post a Comment (0)
Previous Post Next Post