Amplification : All's well that ends well

Amplification


All's well that ends well.

শেষ ভালো যার, সব ভালো তার / শেষ রক্ষাই রক্ষা।


He laughs best, who laughs last.

পূর্বেই অতিরিক্ত আনন্দ প্রকাশ করা সম্পর্কে সাবধান বাণী।


Main Idea : The best performance of life always goes up well to the end. We should try to get success from beginning to end.

Amplification : Life is full of hardships and, challenges. Man has to pass through manifold pains. sufferings and difficulties. He has to remove his problems and win success in the end. Success at the initial level should not be treated as complete success. A man has to be alert from beginning to end in his mission of life. In fact, our ending should be fruitful and authentic. Ending justifies our attempt and enterprise. If ending is bad or fruitless, it will bring disgrace for us. All of our attempts will be futile if end is fruitless. A bad ending foils the whole design of our mission. It destroys the reputation of all. If we are defeated in the end, nobody will praise us. They will not value or respect us. Our failure at the end will tarnish our prestige and dignity. If players fail to score goals at the end, all of their attempts will terminate in nothingness. Thus, finishing of any attempt or work is important. We have to be careful about our happy ending.

বঙ্গানুবাদ

মূলভাব : জীবনের সর্বোত্তম উল্লেখযোগ্য কর্ম সর্বদা ধীরে ধীরে ভালোভাবে সমাপ্তির দিকে এগিয়ে যায়। আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সাফল্য লাভ করার চেষ্টা করা উচিত।

ভাবসম্প্রসারণ : জীবন কষ্ট ও প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ। মানুষকে অসংখ্য যাতনা, দুঃখকষ্ট ও অসুবিধার মধ্য দিয়ে অতিক্রম করতে হয়। তাকে শেষ পর্যন্ত তার সমস্যা দূর করে সাফল্য লাভ করতে হবে। সাফল্য প্রাথমিক পর্যায়ে সম্পূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হয় না। একজন মানুষকে তার জীবনের বিশেষ কার্যে প্রথম থেকে শেষ পর্যন্ত সতর্ক থাকতে হয়। বস্তুত আমাদের সমাপ্তি ফলপ্রসূ ও অকৃত্রিম হওয়া উচিত। সমাপ্তি আমাদের চেষ্টা ও সাহসী উদ্যোগকে প্রমাণ করে। যদি সমাপ্তি খারাপ বা নিষ্ফল হয়, তাহলে এটি আমাদের জন্য কলঙ্ক বয়ে নিয়ে আসবে। আমাদের সকল প্রচেষ্টা নিবর্ধক ও নিষ্ফল হবে। খারাপ সমাপ্তি আমাদের বিশেষ কার্যের সমগ্র পরিকল্পনা ব্যর্থ করে দেয়। এটি সকল খ্যাতি ধ্বংস করে দেয়। যদি আমরা শেষ পর্যন্ত ব্যর্থ হই, তাহলে কেউ আমাদের প্রশংসা করবে না। তারা আমাদের মূল্য দিবে না বা শ্রদ্ধা করবে না। শেষ পর্যন্ত আমাদের ব্যর্থতা আমাদের খ্যাতি ও মর্যাদাকে মলিন করে দিবে। যদি খেলোয়াড়রা শেষ পর্যন্ত গোল করতে ব্যর্থ হয়, তাহলে তাদের সকল প্রচেষ্টা তুচ্ছতায় সমাপ্তি ঘটবে। সুতরাং যেকোনো চেষ্টা বা কাজের সমাপ্তি গুরুত্বপূর্ণ। আমাদের সুখী সমাপ্তি সম্বন্ধে আমাদের সতর্ক হতে হবে।
Post a Comment (0)
Previous Post Next Post