Poem : I Died for Beauty - Emily Dickinson

Write down the theme of the following poem (Not more than 50 words)

I Died for Beauty
Emily Dickinson (1830 – 1886)

I died for beauty, but was scarce
Adjusted in the tomb.
When one who died for truth was lain
In an adjoining room.
He questioned softly why I failed?
‘For beauty.’ I replied.
‘And I for truth – the two are one;
We brethren are,’ he said.
And so, as kinsmen met a-night.
We talked between the rooms.
Until the moss had reached our lips.
And covered up our names.

আমি মৃত্যুকে বরণ করলাম সৌন্দর্যের জন্য
কিন্তু কোনোমতে সমাধিতে থাকছিলাম,
তখন যিনি সত্যের জন্য মৃত্যুবরণ করলেন তাঁকে শায়িত করা হলো
সংলগ্ন কোনো একটি কক্ষে।
নম্রকণ্ঠে তিনি জিজ্ঞাসিলেন কেন আমি ব্যর্থ হলাম?
’সৌন্দর্যের জন্য’, আমি উত্তরে বলেছিলাম।
আর আমি সত্যের জন্যে- আমরা দু’জনে একজন;
আমরা ভাই-ভাই, তিনি বললেন।
আর তাই, যেমন দুজন আত্মীয় বহুদিন পর মিলিত হলাম
আমরা দু’জন দুই কক্ষ থেকে কথা বললাম।
যে পর্যন্ত না আমাদের ওষ্ঠদ্বয় পর্যন্ত শেওলা এসে পৌঁছে,
আর আমাদের নামগুলো ঢেকে ফেলে।

The Theme : The above poem deals with the theme of ‘beauty and truth’. The poem suggests that beauty and truth are identical. The poet portrays beauty and truth as parallel in different ways. The poet also suggests that in the passage of time like all other things truth and beauty are also bound to decay.

(উপরের কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে “সৌন্দর্য ও সত্য”। কবিতায় তুলে ধরা হয়েছে যে সৌন্দর্য ও সত্য অভিন্ন। কবি সৌন্দর্য ও সত্যকে বিভিন্নভাবে সমান্তরাল হিসেবে চিত্রিত করেছেন। কবি এও বলেছেন যে সমস্ত জিনিসের মতই সৌন্দর্য আর সত্যও ক্ষয়প্রাপ্ত হয়।)



Post a Comment (0)
Previous Post Next Post