Grammar : Determiner

Determiner
Determiner

পূর্বের পোস্টগুলোতে আমরা Noun সম্পর্কে মোটামুটি জেনেছি। কারণ Noun সম্পর্কে পুরোপুরি জানতে হলে আমাদের Determiner এবং এর ব্যবহার সম্পর্কে জানতে হবে। এরই ধারাবাহিকতায় আজ Determiner নিয়ে আলোচনা করবো। তাই এই অধ্যায়টি ভালোভাবে বুঝতে আপনাকে Noun সম্পর্কে জানতে হবে। সেজন্য আমাদের Noun সম্পর্কিত পোস্টগুলো অবশ্যই পড়বেন। 
 
Determiner সম্পর্কে যেসব আলোচনা থাকছে— 
  • Determiner / নির্দেশক কাকে বলে? এর প্রকারভেদ, 
  • Countable Determiner এর প্রকারভেদ ও ব্যবহার, 
  • Unountable Determiner এর প্রকারভেদ ও ব্যবহার, 
  • Dual Determiner কাকে বলে এবং এর সম্পর্কে বিস্তারিত,
  • Few, little, very few, very little; Determiner গুলোর অর্থ ও ব্যবহার,
  • A few, a little, the few, the little এই  Determiner গুলোর অর্থসহ ব্যবহার। 
  • fewer/ less/ no fewer/ no less/ the fewest/ the least এই Determiner গুলোর অর্থসহ ব্যবহার। 
  • Much এবং Many সংশ্লিষ্ট Determiner গুলোর অর্থসহ ব্যবহার,
  • Some, Any, No এই Determiner গুলোর অর্থসহ ব্যবহার,
  • lot, large, great, good, amount, number এসব সংশ্লিষ্ট determiner এর ব্যবহার। 

Determiner (নির্দেশক) : সাধারণত যে সকল শব্দ noun এর পূর্বে বসে noun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, পরিমাণ, সংখ্যা, মালিকানা, না–বোধক অর্থ ইত্যাদি নির্দেশ করে, তাদেরকে Determiner বলে। 
সকল Determiner গুলো মূলত Adjective এর অংশ। সুতরাং বলা যায় Determiner = Adjective. 

Determiner (নির্দেশক) হল ৩ প্রকার। যথা :
  1. Countable Determiner 
  2. Uncountable Determiner
  3. Dual Determiner

Countable Determiner : যে word গুলো শুধু countabale noun এর সংখ্যা বোঝাতে countabale noun এর পূর্বে বসে তাদেরকে Countable Determiner বলে। 

Countable Determiner গুলো আবার ২ প্রকার। যথা— 
  1. Singular Countable Determiner
  2. Plural Countable Determiner 

Singular Countable Determiner : A, An, 1, One, each, every, either, neither ইত্যাদি noun singular হয়। যেমন— There are many Coconut tress on either side of the road. 

Plural Countable Determiner : both, many, many of, few, a few, fewer, very few, number of, several of, different, those, these, fewest, two, three/ 2, 3 ইত্যাদি; এছাড়াও other, the other ইত্যাদি plural determiner গুলোর পর noun plural হয়। 

সহজ কথায়, Countable Noun টি যেমন হবে এর জন্য Countable Determiner ও তেমন হবে। অর্থাৎ, যেমন noun তেমন determiner. যেমন— 
We need as many people as possible.
(এই বাক্যে much/ little ব্যবহার করা ভুল হবে)

Uncountable Determiner : যে word গুলো শুধু uncountable noun এর পরিমাণ বোঝাতে uncountable এর পূর্বে বসে তাদেরকে Uncountable Determiner বলে। 

Uncountable Determiner এর উদাহরণ— little, a little, very little, the little, less, least, bit, much, much of, amount of ইত্যাদি। 

ব্যবহার : সহজ কথায় uncountable noun এর সাথে uncountable determiner বসে।  uncountable noun এর সাথে কোন countable determiner বসবে না। যেমন—
There is little hope of her recovery.
এই বাক্যে few/ many ব্যবহার করলে ভুল হবে।

Dual Determiner (দ্বৈত নির্দেশক) : যে word গুলো countable বা uncountable উভয় noun এর পূর্বে বসতে পারে তাদপরকে Dual Determiner বলে। 

Dual Determiner এর উদাহরণ : All, any, some, more, most, most of, rest of, this, that, the (নির্দিষ্টতা বোঝাতে বসে), none, no, a great, large, the majority, a lot of, lots of, my, our, your, their, his, her, its ইত্যাদি Dual Determiner গুলো uncountable এবং countable উভয় প্রকার noun এর পূর্বে বসতে পারে। যেমন— all water, all students, some food, some boys ইত্যাদি। 

Advanced Learning : All, some, a lot of, most of ইত্যাদি কোন countable noun এর পূর্বে বসলে সেই noun টি plural হয়। যেমন— all students, some boys ইত্যাদি। 

Determiner এর ব্যবহার

Determiner এর এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। তাই এই অংশ থেকে পুরোটা ভালোভাবে আয়ত্ব করুন। 

Few, little, very few, very little এইসব Determiner গুলোর অর্থ এবং ব্যবহার : 
Few/ Very few : নেই বললেই চলে (almost no/ none/ no/ not many/ not more/ hardly any), নগণ্য, তুচ্ছ ইত্যাদি না –বোধক অর্থে plural countable noun এর পূর্বে few বসে এবং একেবারেই নাই বোঝাতে plural countable noun এর পূর্বে very few বসে। যেমন :
I have few friends. 
আমার বন্ধু নাই বললেই চলে। 

Little/ Very little : নেই বললেই চলে (almost no/ not much/ hardly any),নগণ্য, তুচ্ছ ইত্যাদি না –বোধক অর্থে uncountable noun এর পূর্বে little বসে এবং একেবারে নেই বোঝাতে uncountable noun এর পূর্বে very litlle বসে। যেমন :
There is a very little milk in the bottle.
বোতলে (একেবারে) দুধ নেই বললেই চলে। 

There is a little milk in the bottle.
বোতলে দুধ নেই বললেই চলে। 

Advanced Learning /বিশেষ সতর্কতা : Few এবং Little সর্বদা Negative তাই বাক্যে এগুলো থাকলে ঐ বাক্যে কখনো not/ no/ only ব্যবহার হয় না। আবার tag question করার সময় tag হবে affirmative. 
যেমন— We have (no 'not') little money, have we? এই বাক্যে not বসবে না কারণ little নিজেই negative শব্দ। এরকম গুরুত্বপূর্ণ আরো কিছু উদাহরণ— 

1. There is little hope in this case. Here 'little' means— 
Ans : There is no hope. 

2. After the invention of computer, ________ publishers prefer hand written manuscripts. (কম্পিউটার আবিষ্কারের পর, প্রকাশকরা হাতে লেখা পান্ডুলিপি গ্রহণ করেন না বললেই চলে)। 
Ans : few 

3. Heavy fines and jail sentences have made _________ difference in preventing elephant poaching. 
Ans : little (কারণ difference শব্দটি uncountable তাই এর পূর্বে determiner হিসেবে little বসবে।) 

4. A lot of food was prepared, but hardly any of it was eaten.
প্রচুর খাবার তৈরি করা হয়েছিল কিন্তু খুব কমই খাওয়া হয়েছিল।
Ans : little (কারণ hardly any দ্বারা uncountable noun (food) কে বুঝিয়েছে তাই উত্তর হবে little. কিন্তু যদি hardly any দ্বারা কোনো countable noun বোঝায় তবে তখন few বসবে। 

A few, a little, the few, the little এইসব determiner গুলোর অর্থ ও ব্যবহার : 
> A few/ the few/ only a few : হা –বোধক অর্থে (অল্প, সামান্য কয়েকটি, একটু ইত্যাদি) গণনা, সংখ্যা বোঝাতে plural countable noun a few/ only a few/ the few বসে। যেমন :
He lost a few books.
সে অল্প সংখ্যক বই হারিয়েছে। 

I have only a few friends. 
আমার অল্প কয়েকজন বন্ধু আছে। 

A little/ the little/ only a little : হা –বোধক অর্থে পরিমাণ বোঝাতে Uncountable noun A little/ the little/ only a little বসে। যেমন : There is a little milk in the glass. 

'a few' এবং 'a little' হলো affirmative word তাই এদের পাশে no/ not/ only কে use করা যেতে পারে। 

এরকম আরো গুরুত্বপূর্ণ কয়েকটি উদাহরণ— 
(i) 'A few' is a— 
Ans : Positive term 

(ii) I still have __________ money in my pocket.
আমার পকেটে এখনও অল্প কিছু টাকা আছে।
Ans : a little (বাক্যে still (এখনও) শব্দটি থাকায় হা –বোধক অর্থে uncountable noun এর পূর্বে a little বসবে।) 

(iii) Only ______ of these are any good.
এগুলোর মধ্যে কিছু অল্প সংখ্যক ভালো।
Ans : a few (এখানে these হল plural আবার only এর পাশে affirmative বসে বিধায় a few

The little : অনেক পরিমাণ নয় কিন্তু যা আছপ তার সবটুকু বোঝাতে the little বসে। (not much but all.....)  
The few : অনেক সংখ্যক নয় কিন্তু যা আছে তার সবগুলো বোঝাতে the few বসে। (not many but all.......) 

Advised Learning : বাক্যে though, although, but, so থাকলে দুটি clause বিপরীত ধরনের হয়। অর্থাৎ একটি clause affirmative হলে অপর clause টি negative হবে। যেমন— 
I am honest so I have little money. 

মনে রাখুন : few/ little শব্দ দুটি negative আর a few ও a little শব্দ দুটি affirmative হয়। 

fewer/ less/ no fewer/ no less/ the fewest/ the least এই সব determiner এর অর্থ এবং ব্যবহার : 
fewer/ less : few ও little এর comparative  রূপ হলো fewer ও less, এগুলো 'তুলনামূলকভাবে কম' অর্থে few + plural noun এবং less + uncountable noun এভাবে বসেন।খেয়াল রাখতে হবে যে, এই ধরনের বাক্যে than থাকবে। 

no fewer/ no less : 'এর চেয়ে কম না/ কমপক্ষে' এরূপ অর্থে  no fewer + plural noun এবং no less than + uncountable noun এভাবে বসে। (নোট : no fewer/ no less হচ্ছে comparative রূপ)

the fewest/ the least : 'সবচেয়ে কম' অর্থে the fewest + plural noun এবং the least + uncountable noun এভাবে বসে। (নোট : fewest/ least হচ্ছে superlative রূপ) উদাহরণ : 

(i) There were ______ guests than I expected. 
Ans : fewer (বাক্যে than থাকায় comparative রূপ fewer/ lesser বসতে পারবে। এখন plural noun (guests/ students/ applicants) এদের পূর্বে lesser বসবে না। তাই উত্তর হবে fewer.

(ii) There are ______ students in this room than in the next room. 
Ans : fewer (বাক্যে than থাকায় comparative রূপ fewer/ lesser বসতে পারবে। এখন plural noun (guests/ students/ applicants) এদের পূর্বে lesser বসবে না। তাই উত্তর হবে fewer.

(iii) We had ______ applicants this year than we had last year. 
Ans : fewer (বাক্যে than থাকায় comparative রূপ fewer/ lesser বসতে পারবে। এখন plural noun (guests/ students/ applicants) এদের পূর্বে lesser বসবে না। তাই উত্তর হবে fewer

(iv) I have the (little) money.
আমার সবচেয়ে কম টাকা আছে।
Ans : least (কারণ— the + ______ + noun (money) এর মাঝে little এর superlative হিসেবে least বসবে। তাই সঠিক উত্তর হবে— least)। 

Much এবং Many সংশ্লিষ্ট সকল determiner গুলোর অর্থ এবং ব্যবহার : 
  • যেকোনো ______ many ______ + countable plural noun হয়। 
  • আর ________ much ______ + uncountable noun হয়। 

Much :  কিছু পরিমাণ বা অনেকটা বোঝাতে uncountable noun (work, time, luggage, money, tea, advice, milk etc.) এর পূর্বে much বসাতে হয়। যেমন :
I don't take much tea.
আমি অনেক চা পান করি না। 

Many : আর কতগুলি/ অনেক গুলি/ বহু ইত্যাদি অর্থে countable plural noun (people, thanks men, etc.) এর পূর্বে many ব্যবহৃত হয়। যেমন : 
There aren't many people here.
এখানে অনেক লোকজন নেই। 

Too much : অত্যন্ত বেশি/ অত্যধিক পরিমাণ বোঝাতে uncountable noun এর পূর্বে too much বসাতে হয়।

Too many : অত্যন্ত/ অধিক বেশি সংখ্যক বোঝাতে countable noun এর পূর্বে too many ব্যবহৃত হয়।

এগুলোর উপর গুরুত্বপূর্ণ নতুন ধরনের কিছু উদাহরণ — 

(i)  Manisha did the job without having _________ interest in it.
কাজটিতে বেশি আগ্রহ না থাকলেও মনীষা কাজটি করল।
Ans : much (কারণ interest শব্দটি uncountable তাই এর পূর্বে much এবং little হতে পারে। কিন্তু অর্থ মিল আনতেই much সঠিক হবে।)

(ii) This company does not need ________ machines. 
Ans : many (কারণ many এর পর noun plural হয় কিন্তু much plural হয় না। 

(iii) How _______ money do you have in your pocket?
Ans : much (কারণ money হল uncountable তাই এর পূর্বে পরিমাণ বোঝাতে much বসবে।

(iv) Is there any milk in that jug? Not _________.
জগে কি দুধ আছে? না, বেশি না।
Ans : much (কারণ milk হল uncountable তাই এর পূর্বে পরিমাণ বোঝাতে much বসবে।

Much of/ plenty of : কোনো কিছুর মধ্যে অনেক পরিমাণ বোঝাতে uncountable noun এর পূর্বে এগুলো বসে।

Many of : কোনো কিছু বা কারো মধ্যে অনেক সংখ্যক বোঝাতে countable noun এর পূর্বে many of ব্যবহৃত হয়। 

as many as/ as much as : সংখ্যাবাচক শব্দ দ্বারা countable noun বুঝালে as many as বসে। আর পরিমাণ বুঝালে as much as বসে। যেমন— 
As many as 100 species of fish have been identified. 

Most/ most of/ the most : সবচেয়ে বেশি বুঝাতে / কোন কিছুর মধ্যে সবচেয়ে বেশি এরূপ বুঝাতে superlative বাক্যে - most + noun/ most of the + noun/ the most + adj. + noun বসে। 

(v) It was estimated that ________ one lakh people would participle in the meeting. 
Ans : as many as (কারণ one lakh দ্বারা countable noun 'people' কে বোঝানো হয়েছে তাই উত্তর হবে as many as.

(vi) We don't have to rush. We've got __________ time. 

ব্যাখ্যা : আমাদের দ্রুত দৌড়াতে হবে না। পর্যাপ্ত সময় আছে। এরূপ অর্থে plenty of, তবে অনেক/ অসীম সময় আছে বুঝাতে অর্থ দিলে much বসে।

Some, any, no এইসব determiner গুলোর অর্থ এবং ব্যবহার : 
Some, Any, No : countable / uncountable উভয় প্রকার noun এর পূর্বে কিছু সংখ্যক বা কিছু পরিমাণ বোঝাতে some বসে। যেমন— 
I would like some information.
আমি কিছু তথ্য পেতে পারি।

Any Vs No : কোনো বা যে কোনো অর্থে any বসে। যেমন— He never does any work. (সে কখনোই কোনো কাজ করে না)। নাই বা নেই অর্থে no বসে। যেমন— I have no interest in the matter. (এই বিষয়ে আমার কোনো আগ্রহ নেই।) 

সাধারণত হ্যা–বোধক বাক্যে some এবং না– বোধক বাক্যে বা প্রশ্নসূচক বাক্যে any বসে। যেমন—
I have some books.

অনেকের মধ্য থেকে কিছু পরিমাণ/ সংখ্যক বুঝাতে some of বসে।

উপরের নিয়মের উপর গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ— 

(i) He is lazy. He never does _______ work.
Ans : any 

(ii) I have _______ interest in the matter.
Ans : no 

(iii) A person of _______ age may suffer from defects of vision.
Ans : any (যে কোনো বয়সের ব্যক্তিরা দৃষ্টি সমস্যায় ভুগতে পারে।) 

(iv) I would like _______ information, please.
Ans : some 

(v) Can I have _______ milk in my coffee, please? 
Ans : some (কারণ some milk = অল্প পরিমান দুধ, আমার কফিতে একটু দুধ পেতে পারি? তাই একটু বা অল্প পরিমাণ দুধ অর্থে some ব্যবহৃত হয়েছে।) 

(vi) I have _______ new books at home.
(আমার রুমে কিছু নতুন বই আছে।)
Ans : some 

Lot, large, great, good, amount, number এসব determiner এর অর্থ ও ব্যবহার :
A lot of, a large amount, a great part of, a good deal of : countable বা uncountable উভয় প্রকার noun এর পূর্বে অনেক সংখ্যক বা প্রচুর পরিমাণ বোঝাতে এগুলো বসে।

The number of / A number of : plural noun এর সামনে noun এর নির্দিষ্ট সংখ্যা বুঝাতে the number of আর অনির্দিষ্ট সংখ্যা বুঝাতে a number of বসে।

A/ An/ The : এই তিনটি determiner নিয়ে article পোস্টে ব্যাপক আলোচনা আছে। তাই নতুন করে এখানে আর বর্ণনা করা হল না। 

এগুলোর উপর পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ— 
(i) There are ________ dangerous drivers.
Ans : a lot of

(ii) The expression 'a lot of' means—
Ans : a large number or amount of 

(iii) Today ________ people who enjoy cricket is bigger than that of thirty years ago. 
Ans : the number of 
Post a Comment (0)
Previous Post Next Post