অনুচ্ছেদ : রেলওয়ে স্টেশন

রেলওয়ে স্টেশন


রেলওয়ে যোগাযোগের জন্য রেলওয়ে স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্থান। এই স্থানেই ট্রেন থামে এবং এখান থেকে যাত্রা শুরু করে। রেল স্টেশনে যাত্রীরা ট্রেন থেকে নামে এবং ট্রেনে ওঠে। এর এক বা একাধিক লাল রঙের দালান রয়েছে। এগুলো সাধারণত ইটের তৈরি। দূর থেকে যে কেউ স্টেশনের লাল ও সবুজ সংকেত এবং লাল দালানগুলো দেখতে পায়। এর কতকগুলো কক্ষ রয়েছে। এর মধ্যে কতকগুলো পুরুষ ও মহিলাদের বিশ্রাম কক্ষ। সেখানে একটি টিকেট কাউন্টার, মালপত্র বুকিং-এর কাউন্টার, স্টেশন মাস্টারের কক্ষ, কিছু চায়ের দোকান, অন্যান্য দোকান ইত্যাদি রয়েছে। এখানে অনেক ফেরিওয়ালাদের দেখা  যায় যারা তাদের পণ্যের নাম ধরে ডাকাডাকি করে এবং সেগুলো বিক্রি করে। এখানে রেলওয়ে কুলিরা মালামাল বহন করার জন্য খদ্দের খুঁজতে থাকে। প্রত্যেক রেলওয়ে স্টেশনেই দুই বা ততোধিক রেল লাইন থাকে। স্টেশনের নিকটেই লাল ও সবুজ রঙবিশিষ্ট দুটি সিগন্যাল পোস্ট থাকে। পয়েন্টসম্যান সিগন্যালগুলোকে নিয়ন্ত্রণ করেন। তিনি লাল ও সবুজ পতাকা হাতে প্লাটফরমে ঘোরাঘুরি করেন। স্টেশনের ঠিক বাইরেই রিকশা, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের স্ট্যান্ড রয়েছে। ট্রেন আসার পূর্বে যাত্রীগণ লাইনে দাঁড়িয়ে তাদের টিকেট সংগ্রহ করেন। ট্রেন যখন রেল স্টেশনে আসে, তখন সেটি ব্যস্ত ও কোলাহলপূর্ণ হয়ে ওঠে। কিন্তু যাত্রী ট্রেনে ওঠে এবং কিছু ট্রেন হতে নেমে পড়ে। যখন ট্রেন রেল স্টেশন ত্যাগ করে, তখন এটি আবার খুবই শান্ত ও নীরব হয়ে পড়ে। মাঝে মাঝে স্টেশনটিকে নির্জন জায়গা মনে হয়।
Post a Comment (0)
Previous Post Next Post