W. B. Yeats
(ডব্লিউ বি. ইয়েটস)
জীবন কথা : W. B. Yeats (ডব্লিউ বি. ইয়েটস) ১৮৬৫ সালের ১৩ জুন আয়ারল্যান্ডের অন্তর্গত শহর ডাবলিনে জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম : William Butler Yeats (উইলিয়াম বাটলার ইয়েটস)। তাঁর বাবা জে. বি. ইয়েটস ছিলেন একজন প্রি– র্যাফেলাইট চিত্রশিল্পী। ২৮ জানুয়ারি, ১৯৩৯ সালের ডব্লিউ বি. ইয়েটস মৃত্যুবরণ করেন।
শিক্ষাজীবন ও কর্মজীবন : ইয়েটস ৩ বছর ধরে ইরামমাস স্কুলে চিত্রাংকন বিষয়ে পড়াশোনা করেন। তারপর তিনি
(১) ১৮৯৯ সালে লেডি গ্রেগরির সাহায্যে আইরিশ ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেন।
(২) তিনি ইংল্যান্ডে আইরিশ লিটারারি সোসাইটি তৈরি করেছিলেন।
(৩) ১৯২৯ সাল পর্যন্ত তিনি আইরিশ ফ্রি–স্টেটের সিনেটর ছিলেন।
সাহিত্য কর্মের পরিচয় : তিনি তাঁর 'Use of Symbolism and Mysticism' এর জন্য বিখ্যাত হয়ে ওঠেন৷ তাঁর জীবনের একটি উল্লেখযোগ্য সাহিত্য কর্ম হলো— তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের "গীতাঞ্জলি" র ইংরেজি অনুবাদক ছিলেন (Translating 'Gitangali')।
উপাধি : একজন আইরুশ কবি ও নাট্যকার এবং নাট্যকার এবং বিংশ শতাব্দীর ইংরেজি সাহিত্যের প্রধানতম একজন সাহিত্যিক তিনি।
★ ১৯২৩ সালে ইংরেজি সাহিত্যে তাঁর অবদানের জন্য তিনি নোবেল পুরস্কার (Awarded Nobel Prize in 1923) লাভ করেন।
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ :
- A Prayer For My Daughter (এ প্রেয়ার ফর মাই ডটার)
- In the Seven Woods (ইন দি সেভেন উডস), ১৯০৪
- Responsibilities (রেসপনসিবিলিটিস), ১৯১৪
- The Resurrection (দি রিজারেকশন), ১৯১৩
- The Tower (দি টাওয়ার), ১৮৯৪
- The Wandering of Oisin (দি আন্ডারিং অব ঔসিন), ১৮৯৯
- The Wind among the Reeds (দি উইন্ড এমং দি রিডস্), ১৮৯৯
- The Winding Stair and Other Poems (উইডিং স্টেয়ার এন্ড আদার পয়েমস), ১৯৩৩
তাঁর উল্লেখযোগ্য কবিতা :
- The Lake Isle of Innisfree
- Easter, 1926
- The Wild Swans at Cool (দি উইল্ড সুয়ানস্ এট কুল), ১৯১৯
- A full Moon in March
অনুশীলন (বিসিএস / পিএসসি / ব্যাংক / ভার্সিটি) পরীক্ষার জন্য—
Q : ''Gitanjali'' of Robindranath Tagore was translated by—
A : W. B. Yeats
Q : Famous Irish poet and dramatist is—
A : W. B. Yeats
Q : রবীন্দ্রনাথ ঠাকুরের "গীতাঞ্জলি''র ইংরেজি অনুবাদ কে করেন?
A : ডব্লিউ. বি. ইয়েটস
Q : ''The Second Coming'' is written by—
A : W. B. Yeats
Q : ''Sailing to Byzantium'' is a/ an—
A : Poem
Q : Who wrote ''The Wild Swans at Cool''?
A : W. B. Yeats
Q : The poem ''Isle of Innisfree'' is written by—
A : W. B. Yeats