মার্চের দিনগুলি

সাধারণ জ্ঞান : Rudyard Kipling - রুডইয়ার্ড কিপলিং এবং H. G. Wells - এইচ. জি. ওয়েলস

Rudyard Kipling
(রুডইয়ার্ড কিপলিং)

জীবন কথা : Rudyard Kipling (রুডইয়ার্ড কিপলিং) ৩০ ডিসেম্বর, ১৮৬৫ সালে বোম্বেতে জন্মগ্রহণ করেন এবং ১৮ জানুয়ারি, ১৯৩৬ সালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

সাহিত্যকর্ম : তিনি মূলত ব্রিটিশ সৈনিকদের নিয়ে ও ছোটদের জন্য গল্প ও উপন্যাস রচনা করতেন। 

উপাধি : ১৯০৭ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার (Nobel Prize) লাভ করেন। 

তাঁর উল্লেখযোগ্য ছোটগল্প সমূহ নিম্নে তুলে ধরা হলো : 
  • Debits and Credits (ডেবিটস্ এন্ড ক্রেডিটস্), ১৯২৬ 
  • Plain Tales From the Hills (১৮৮৮) 
  • Puck of Pook's Hill (পাক অব পোক'স হিল), ১৯০৬ 
  • The Jungle Book (দি জাঙ্গল বুক), ১৮৯৪
  • Just so Stories (১৯০২) 
  • The Day's Work 

তাঁর উল্লেখযোগ্য উপন্যাস সমূহ নিম্নে তুলে ধরা হলো : 
  • Captains Courageous (1896)
  • Kim (1901)
  • The Light that Failed (1891) 

H. G. Wells
(এইচ. জি. ওয়েলস)

জীবন কথা :  H. G. Wells (এইচ. জি. ওয়েলস) ১৮৬৬ সালের ২১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম— Herbert George Wells (হারবার্ট জর্জ ওয়েলস)। তিনি ১৯৪৬ সালের ১৩ আগস্ট মৃত্যুবরণ করেন। 

পরিচয় : তিনি প্রীণীবিদ্যায় বি. এস. সি ডিগ্রি অর্জনকারী একজন ঔপন্যাসিক। 

তাঁর উল্লেখযোগ্য উপন্যাস সমূহ নিম্নে তুলে ধরা হলো : 
  • The First Man in the Moon (দি ফাস্ট ম্যান ইন দা মুন) 
  • The Invisible Man (দি ইনভিজিবল ম্যান) 
  • The Time Machine (দি টাইম মেশিন) 
  • The Undying Fire (দি আনডাউং ফায়ার) 
  • The World Set Free (দি ওয়ার্ল্ড সেট ফ্রি) 
  • The Food of the Gods and How it came to Earth
  • The War of the Worlds 

অনুশীলন (বিসিএস / ব্যাংক / পিএসসি / ভার্সিটি) পরীক্ষার জন্য— 
Q : Who is the author of ''Jungle Book'''?
A : Rudyard Kipling 

Q : ''The Jungle Book'' is a collection of—
A : short stories 

Q : Who wrote ''Kim'' that is famous fiction—
A : Rudtard Kipling 

Q : Rudyard Kipling was professionally— 
A : a journalist. 

Q : Who is the writer of famous science fiction ''The Time Machine''?
A : H. G. Wells 

Q : Who wrote ''The History of Mr. Polly''?
A : H. G. Wells

Q : Who is called ''The Father of English Science Fiction''?
A : H. G. Wells
Post a Comment (0)
Previous Post Next Post