সাধারণ জ্ঞান : S.T. Coleridge - এস.টি. কলারিজ

S.T. Coleridge

জীবন কথা : রোমান্টিক যুগের মহান কবি S.T. Coleridge; যার পুরো নাম— Samuel Taylor Coleridge এর জন্ম ২১ অক্টোবর, ১৭৭২ সালে ডিভনশায়ারের অন্তর্গত ওটারি সেন্টমেরিতে এবং ২৫ জুলাই ১৮৩৪ সালে তিনি মৃত্যুবরণ করেন। তাঁকে হাইগেট চার্চে সমাহিত করা হয়। 

ব্যক্তিগত জীবন : ১৮০০ সালে বিভিন্ন রোগের হাত থেকে সাময়িক উপয়মের জন্য তিনি আফিম সেবন করতে করতে, ১৮০৩ সালে একদম আফিমখোর হয়ে (Addicted to Opium) হয়ে উঠলেন৷ তবে পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে নেশার হাত থেকে মুক্ত হন। 

কর্ম ও সাহিত্য জীবন : তিনি ছিলেন উইলিয়াম ওয়ার্ডসিয়ার্থ এর সহযোগী (collaborator)। তিনি 'ওয়াচম্যান' (Watchman) নামে একটি পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি তাঁর বন্ধু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে ১৭৯৮ সালে 'লিরিক্যাল ব্যালাডস' (Lyrical Ballads) নামক কবিতার সংকলন প্রকাশ করেন যেখানে কোলরিজের ৪ টি কবিতা এবং ওয়ার্ডসওয়ার্থের ১৯ টি কবিতা রয়েছে। 

উপাধি : তিনি ফরাসি বিপ্লবের (French Revolution) সমর্থক ছিলেন। 

উল্লেখযোগ্য কবিতা : 
  • Kubla Khan 
  • Cristobel
  • Poems on variously subjects 
  • The Day Dreams 
  • The Rime of Ancient Mariner
  • Dejection : An Ode 
  • Frost at Midnight 

প্রবন্ধগ্রন্থ : Biographia Literaria
Post a Comment (0)
Previous Post Next Post