মার্চের দিনগুলি

সাধারণ জ্ঞান : Jane Austen - জেন অস্টেন

Jane Austen
(জেন অস্টেন)

জীবন কথা : জেন অস্টেন ১৭৭৫ সালের ১৬ ডিসেম্বর স্টিভেনশনের হ্যাম্পশায়রে জন্মগ্রহণ করেন এবং ১৮১৭ সালের ১৮ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তিনি ফরাসি এবং ইতালি উভয় ভাষা জানতেন। 

উপাধি : তিনি রোমান্টিক যুগের একজন মহিলা 'অ্যান্টি–রোমান্টিক' ঔপন্যাসিক (Anti–romantic novelist of Romantic Period)।

উল্লেখযোগ্য উপন্যাস : 
  • Emma (ইমা), ১৮১৫ 
  • Mansfield park (ম্যান্সফিল্ড পার্ক)
  • Northanger Abbey (নরদাঙ্গার এবেই)
  • Pride and prejudice (প্রাইড এন্ড প্রিজুডিস)
  • Sense and sensibility (সেন্স এন্ড সেন্সিবিলিটি), ১৮১১
  • The persuasion (দি পারসুয়েশন), ১৮১৮

মনে রাখার সহজ টেকনিক : Jane Austen এর উপন্যাসে Northanger Abbey তে অবস্থিত Mansfield Park এ বখাটেরা Pride and prejudice এ আচ্ছন্ন Emma কে Persuasion করে Sense and Sensiblity নষ্ট করে ফেলল। 
Post a Comment (0)
Previous Post Next Post