সাধারণ জ্ঞান : মোহাম্মদ মনিরুজ্জামান

মোহাম্মদ মনিরুজ্জামান

মোহাম্মদ মনিরুজ্জামান কবে, কোথায় জন্মগ্রহণ করেন? — ১৩৪৩ বঙ্গাব্দের ৩০ শে শ্রাবণ, যশোরের খড়কি নামক এলাকায়।

তিনি কী হিসেবে পরিচিত? — শিক্ষাবিদ, কবি ও গীতিকার।

তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের নাম কী?
প্রবন্ধ গবেষণা : 'আধুনিক বাংলা কাহিনীকাব্যে মুসলিম জীবন ও চিত্র' (১৯৬২), 'আধুনিক বাংলা কাব্যে হিন্দু মুসলমান সম্পর্ক ১৮৫৭–১৯২০' (১৯৭০), 'বাংলা কবিতার ছন্দ' (১৯৭০), 'সাহিত্যে উচ্চতর গবেষণা' (১৯৭৮), 'ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ইতিহাস ১৯২১–৮১' (১৯৮২), 'আধুনিক বাংলা কবিতা : প্রাসঙ্গিকতা ও পরিপ্রেক্ষিত' (১৯৮৫)। 

কবিতা : 'দুর্লভ দিন' (১৯৬১), 'শঙ্কিত আলোক' (১৯৬৮), 'বিপন্ন বিষাদ' (১৯৬৮), 'প্রতনু প্রত্যাশা' (১৯৭৩)। 

সঙ্গীত : 'অনির্বাণ' (১৯৬৭), 'নির্বাচিত গান' (১৯৮৪) ইত্যাদি। 

তাঁর জনপ্রিয় দুটি গানের চরণ কী কী? — 'আমার দেশের মাটির গন্ধে' এবং 'অশ্রু দিয়ে লেখা এ গান'। 

তিনি কী কী পুরস্কার লাভ করেন? — বাংলা একাডেমি পুরস্কার (কবিতা : ১৯৭২), জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার (১৯৭২–৭৩), বিশ্ব উন্নয়ন সংসদ, বিশ্বসাহিত্য উন্নয়ন রত্ন, ভারত, (১৯৮৩), বৃহত্তর যশোর সমিতি পুরস্কার (২০০৪)। 

তিনি কবে মৃত্যুবরণ করেন? — ৩রা সেপ্টেম্বর, ২০০৮ সালে।
Post a Comment (0)
Previous Post Next Post