সাধারণ জ্ঞান : মোহিতলাল মজুমদার
| History | 📡 Page Views |
|---|---|
|
Published 29-Dec-2021 | 08:15 AM |
Total View 236 |
|
Last Updated 29-Dec-2021 | 08:15 AM |
Today View 0 |
মোহিতলাল মজুমদার
মোহিতলাল মজুমদারের জন্মতারিখ কত? — ২৬ শে অক্টোবর, ১৮৮৮।
তিনি কোথায় জন্মগ্রহণ করেন? — কাঁচড়াপাড়া, নদীয়া, পশ্চিমবঙ্গ।
তিনি মূলত কী ছিলেন? — বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক।
তাঁর পেশা কী ছিল? — অধ্যাপনা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে তিনি অধ্যাপনা করতেন? — বাংলা বিভাগে।
তিনি কোন ছদ্মনামে লিখতেন? — সত্যসুন্দর দাস।
তিনি কোন পত্রিকা প্রকাশ ও সম্পাদনা করেন? — বঙ্কিমচন্দ্র প্রতিষ্ঠিত 'বঙ্গদর্শন'।
মোহিতলালের কবিতা বিশিষ্ট কোন দিক থেকে?
— তিনি সাহিত্যের আদর্শানুসারে বাংলায় চমৎকারভাবে আরবি, পারসি শব্দের প্রয়োগ ঘটাতে সক্ষম হন। মোহিতলালের কবি প্রতিভার অন্যতম বৈশিষ্ট্য হলো দেহবাদ–ভোগবাদ। তাঁর কবিস্বভাবের মর্মমূলে ছিল ঘোর বাস্তববাদ। তিনি বস্তুজগৎ ও বাস্তবের পূজারী। কবিতার আঙ্গিক সম্বন্ধে তিনি বিশেষ যত্নবান ছিলেন। তার কথায়— 'From বলিতে রচনার একটি পরিপাট্য ও পরিচ্ছন্নতা বোঝায়— ভাষা যেমন গাঢ়বন্ধ হইবে, কবিতার গঠনও তেমনই সুসম্বন্ধ ও আকার সুপরিকল্পিত হইবে।'
মোহিতলালের কবিতার প্রধান বিষয় কী? — মোহিতলালের কবিতার প্রধান বিষয় প্রেম দেহাশ্রয়ী, কামকে স্বীকার করেই প্রেমের স্বীকৃতি তিনি দিয়েছেন। প্রথমে তাঁর কবিতায় রবীন্দ্র বিরোধী ভাব থাকলেও পরে রবীন্দ্র অনুসারী ভাবও ধরা পড়ে।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর নাম কী কী? — 'স্বপন পসারী' (১৩২৮), 'বিস্মরণী' (১৩৩৩), 'স্মরগরল' (১৩৪৩), 'হেমন্ত গোধূলী' (১৩৪৮)
কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন ছিল? — মোহিতলালই 'মোসলেম ভারত' পত্রিকায় কাজী নজরুল ইসলামের কবিতার প্রথম একটি সুন্দর আলোচনা করে নজরুলের প্রতি অন্যদের দৃষ্টি আকর্ষণ করেন। পরে তাঁদের পারস্পরিক সম্পর্ক বিশেষ ভালো ছিল না।
তিনি কবে মৃত্যুবরণ করেন? — ২৬ শে জুলাই, ১৯৫২।
Leave a Comment (Text or Voice)
Comments (0)