সাধারণ জ্ঞান : মোফাজ্জল হায়দার চৌধুরী

মোফাজ্জল হায়দার চৌধুরী

মোফাজ্জল হায়দার চৌধুরী কবে জন্মগ্রহণ করেন? — ১৯২৬ সালের ২২ শে জুলাই। 

তিনি কোথায় জন্মগ্রহণ করেন? — খালিশপুর, বেগমগঞ্জ৷ নোয়াখালী। 

তিনি মূলত কী ছিলেন? — অধ্যাপক ও লেখক।

তিনি কী হিসেবে সুনাম অর্জন করেন? — প্রাবন্ধিক ও গবেষক হিসেবে। 

তাঁর প্রকাশিত গ্রন্থগুলোর নাম কী কী? — 'বাংলা বানান ও লিপি সংস্কার', 'রবি পরিক্রমা', 'রঙিন আখর', Colloquial Bengali', 'সাহিত্যের নবরূপায়ণ'। 

তিনি কী কী পুরস্কার লাভ করেন? — কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্যার আশুতোষ স্বর্ণপদক ও প্রবন্ধে বাংলা একাডেমিক পুরস্কার লাভ করেন। 

তিনি কবে মৃত্যুবরণ করেন? — ১৯৭১ সালের ১৪ ই ডিসেম্বর তিনি নিখোঁজ হয়ে যান।
Post a Comment (0)
Previous Post Next Post