সাধারণ জ্ঞান : মামুনুর রশীদ

মামুনুর রশীদ

মামুনুর রশীদ কবে জন্মগ্রহণ করেন? — ১৯৪৮ সালের ১৯ শে ফেব্রুয়ারি। 

তিনি কোথায় জন্মগ্রহণ করেন? — টাঙ্গাইলের ঘাটাইলে। 

তিনি মূলত কী হিসেবে পরিচিত? — একজন খ্যাতনামা নাট্যকার হিসেবে।

তাঁর প্রকাশিত নাটকগুলোর নাম কী?
'ওরা কদম আলী' (১৯৭৮), 'ওরা আছে বলেই' (১৯৮০), 'মে দিবস' (১৯৮১), 'ইবলিশ' (১৯৮২), 'এখানে নোঙর' (১৯৮৬), 'গিনিপিগ' (১৯৮৫), 'সমতট' (১৯৯০), 'পাথর' (১৯৯৩), 'লেবেদেফ' (১৯৯৭ ইত্যাদি। 

'ওরা কদম আলী' নাটকের পরিচয় দাও। 
১৯৭৮ সালে 'ওরা কদম আলী' প্রকাশের মধ্যে দিয়ে মামুনুর রশীদের আবির্ভাব ঘটে বাংলা সাহিত্যে একজন নাট্যকার হিসেবে। শোষিত - নিপীড়িত, বঞ্চিত মানুষের জন্য নাটক লিখতে গিয়ে তিনি নাটকে নিয়ে এসেছেন প্রতিবাদ ও প্রতিরোধের চেতনা। আর বঞ্চিত, শোষিত মানুষের শ্রেণিসংগ্রামের রূপকার হিসেবে মামুনুর রশীদের 'ওরা কদম আলী' নাটক সমকালীন বাংলা নাট্য সাহিত্য ধারায় যুক্ত করেছে বিশিখ মাত্রা। গরিব ও মেহনতি মানুষের ব্যক্তিক প্রতিবাদ  সামষ্টিক রূপ কীভাবে পরিগ্রহ করে কদম আলী নামের একটি বোবা চরিত্রের মধ্যে দিয়ে এ নাটকে তা দেখানো হয়েছে। তবে কদম আলীদের 'ওরা' ভাবা হয়েছে। 'আমরা' ভাবতে পারেন নি লেখক। 

তিনি কী কী পুরস্কার লাভ করেন?
বাংলা একাডেমি পুরস্কার (১৯৮২), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৯০)।
Post a Comment (0)
Previous Post Next Post