Earnest Hemingway
(আর্নেস্ট হেমিংওয়ে)
জীবন কথা : Earnest Hemingway (আর্নেস্ট হেমিংওয়ে) ২১ জুলাই, ১৮৯৯ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালের ২ জুলাই তিনি আত্মহত্যা করেন।
কর্ম ও সাহিত্য জীবন : তিনি প্রথম বিশ্বযুদ্ধে রেডক্রসের কার্যক্রমে ইতালিয়ান ফ্রন্টে অ্যাম্বলেন্স চালক হিসেবে যোগদান করেন। কিন্তু ১৯১৮ সালে যুদ্ধে মারাত্মক আহত হয়ে দেশে ফিরে আসেন। তাঁর যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে রচিত করলেন একটি উপন্যাস। যার নাম— "A Farewell to Arms"। যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে তাঁর রচিত আরো একটি উপন্যাস "For Whom the Bell Tolls" যা তাঁকে বিখ্যাতদের কাতারে নিয়ে যায়।
উপাধি :
- বিশ শতকের একজন শ্রেষ্ঠ মার্কিন ঔপন্যাসিক (Novelists) এবং সাংবাদিক।
- ১৯৫৪ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- তাঁর রচিত 'The Old Man and the Sea' উপন্যাসটি ১৯৫৩ সালে পুলিৎজার পুরস্কার লাভ করে।
উল্লেখযোগ্য উপন্যাস (Novel) :
- A Farewell to Arms (1929)
- For Whom the Bell Tolls (1940)
- The Old Man and the Sea (1951)
- The Sun Also Rises (1926)
- The Torrents of Spring
* তাঁর প্রথম উপন্যাসের নাম "The Sun Also Rises"। যেটি ১৯২৬ সালে প্রকাশিত হয়।
উল্লেখযোগ্য ছোট গল্প (Short Story) :
- Indian Camp
- Cats in the Rain
অনুশীলন (বিসিএস / ব্যাংক / পিএসসি / ভার্সিটি) পরীক্ষার জন্য—
Q : " The Sun Also Rises" is a novel written by—
A : Earneat Hemingway
George Oewell
(জর্জ অরওয়েল)
জীবন কথা : George Oewell (জর্জ অরওয়েল) বা এরিক আর্থার ব্লেয়ার (Eric Arthur Blair) ১৯০৩ সালের ২৫ জুন ভারতে জন্মগ্রহণ করেন এবং ২১ জানুয়ারি, ১৯৫০ সালে তিনি অকালে মৃত্যুবরণ করেন। তাঁর ছদ্মনাম হলো— জর্জ অরওয়েল।
সাহিত্যকর্ম : যদিও তিনি 'এনিম্যাল ফার্ম' (Animal Farm, 1945) উপন্যাসের জন্য জনপ্রিয় হয়ে ওঠেন কিন্তু তাঁর সর্বশ্রেষ্ঠ উপন্যাস হলো— "Nineteen Eighty Four" (রাজনৈতিক বিষয়ক উপন্যাস, ১৯৮৪)।
উপাধি : একজন ঔপন্যাসিক, সাংবাদিক, প্রাবন্ধিক ও সমালোচক হিসেবে তাঁর খ্যাতি রয়েছে।
তাঁর উল্লেখযোগ্য উপন্যাস :
- Animal Farm (1945)
- A Clergman Daughter
- Burmese Days
- Coming Up for Airs
- Nineteen Eighty-Four (1949)
উল্লেখযোগ্য ছোটগল্প :
- Shooting an Elephant
- A Hanging
অনুশীলন (বিসিএস / ব্যাংক / পিএসসি / ভার্সিটি) পরীক্ষার জন্য—
Q : Who is the author of "Animal Farm"?
A : George Orwell.