সাধারণ জ্ঞান : D. H. Lawrence - ডি. এইচ. লরেন্স এবং Aldous Huxley - অলডাস্ হাসকলি

D. H. Lawrence
(ডি. এইচ. লরেন্স)

জীবন কথা : ডেভিড হার্বাট রিচার্ডস লরেন্স (David Haerbert Richards Lawrence) ১৮৮৫ সালের ১১ সেপ্টেম্বর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং ৪৪ বছর বয়সে ২ মার্চ, ১৯৩০ সালে যক্ষ্মায় আক্রান্ত হয়ে ফ্রান্সের ভেনস্ শহরে মৃত্যুবরণ করেন। 

সাহিত্যকর্ম ও উপাধি : তিনি ছিলেন একাধারে একজন ইংলিশ ঔপন্যাসিক, নাট্যকার, প্রবন্ধকার, কবি, সাহিত্য সমালোচক ও চিত্রশিল্পী (English novelii,playwright, essayist, poet, literary, critic and painter)। 

উল্লেখযোগ্য উপন্যাস :
  • The White Peacock (দি হোয়াইট পিকক্), ১৯১১
  • The Trespassers (দি ট্রেসপাসার্স), ১৯১২ 
  • The Rainbow (দি রেইনবো), ১৯১৫ 
  • Women in Love (উইমেন ইন লাভ), ১৯২১ 
  • Lady Chatterley's Lover (লেডি চ্যার্টালিস লাভার), ১৯২৮ 
  • Kangaroo (ক্যাঙ্গারু), ১৯২৩ 
  • Aron's Rod 
  • Sons and Lovers (১৯১৩) 
  • The Plumed Serpent (১৯২৬) 

Aldous Huxley
(অলডাস্ হাসকলি)

জীবন কথা : অলডাস হাসকলি ২৬ জুলাই, ১৮৯৪ সালে জন্মগ্রহণ করেন এবং ২২ নভেম্বর, ১৯৬৩ সালে মৃত্যুবরণ করেন। 

উপাধি : তিনি একজন প্রখ্যাত ঔপন্যাসিক এবং প্রাবন্ধিক। 

সাহিত্যকর্ম : তাঁর বিখ্যাত উপন্যাস 'দি নিউ ব্রেভ ওয়ার্ল্ড' (The New Brave World)। 

উল্লেখযোগ্য উপন্যাস (Novel) : 
  • Antic Hay (এ্যান্টিক হে) 
  • Eyeless in Gaza (আইলেস ইন গাজা) 
  • Point Counter Point (পয়েন্ট কাউন্টার পয়েন্ট), ১৯২৮ 
  • The New Brave World (দি নিউ ব্রেভ ওয়ার্ল্ড)
  • Time Must Have a Stop (টাইম মাস্ট হ্যাভ এ স্টপ) 

অনুশীলন (বিসিএস / ব্যাংক / পিএসসি / ভার্সিটি) যে–কোনো পরীক্ষার জন্য : 
Q : ''The Rainbow'' is— 
A : a novel by D. H. Lawrence 

Q : "Lady Chatterley's Lover" is a novel written by— 
A : D. H. Lawrence 

Q : Which novel of D. H. Lawrence was banned by USA unti 1959?
A : Lady Chatterley's Lover 

Q : ''Eyeless in Gaza" is—
A : a novel

Q : "Point Counter Point" is written by— 
A : Aldous Huxley
Post a Comment (0)
Previous Post Next Post