মনে কর, তুমি সূচি। তোমার বান্ধবী রুচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে।
    তাকে অভিনন্দন জানিয়ে একটি ই-মেইল পাঠাও। 
To : ruchi @ myallgarbage.com
Cc : .... 
Bcc : .... 
Subject : অভিনন্দন তোমাকে
রুচি, 
  তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে ভর্তি হয়েছ শুনে দারুণ খুশি হয়েছি। কঠিন
  প্রতিযোগিতার মধ্যে তোমার বিজয় সত্যিই অভাবনীয়। তোমাকে উষ্ণ অভিনন্দন। স্রষ্টার
  অনুগ্রহে তোমার লক্ষ্য অর্জিত হোক। জনদরদি সাংবাদিক হিসেবে নন্দিত ও প্রশংসিত হও।
  আমাদের জন্যও দোয়া করো। 
শুভ কামনাসহ- 
সূচি 
বিক্রমপুর
২ অক্টোবর, ২০১৮।