মার্চের দিনগুলি

অনুচ্ছেদ : জাতীয় জাদুঘর

জাতীয় জাদুঘর


বাংলাদেশের জাতীয় জাদুঘরের পূর্ব নাম হলো ‘ঢাকা জাদুঘর’। ১৯১৩ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৩ সালের ১৭ই নভেম্বর সরকার জাতীয় জাদুঘরের নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে এটিকে একটি আধুনিক জাদুঘরের মর্যাদায় সমাসীন করেন। স্থপতি মোস্তফা কামাল বর্তমান জাদুঘর ভবনটির নকশা অঙ্কন করেন। এটি তিন তলাবিশিষ্ট। দ্বিতীয় তলায় বাংলাদেশ পরিচিতি, গ্রামীণ বাংলাদেশ, রয়েল বেঙ্গল টাইগার, বাংলাদেশের শিলা ও খনিজ নিদর্শন, ফুলফল, লতাপাতাসহ বিভিন্ন জীবজন্তু, কাঠ ও মৃৎশিল্পের শিল্পকর্ম। এছাড়াও রয়েছে পাথরের ভাস্কর্য, লেখামালা, মুদ্রা, পদক, অলঙ্কার এবং হাতির দাঁতের শিল্পকর্ম। তৃতীয় তলায় রয়েছে অস্ত্রশস্ত্র, কাচ ও চীনা মাটির শিল্পকর্মসহ বাংলাদেশের বাদ্যযন্ত্র, পোশাক-পরিচ্ছদ, নকশি কাঁথা, বিভিন্ন চিত্রকথা ইত্যাদি। এছাড়াও রয়েছে মুক্তিযুদ্ধের প্রামাণ্যভিত্তিক চিত্র। এদেশের প্রাচীনকালের কৃষ্টি ও শিল্প সাহিত্য, ঐতিহাসিক নিদর্শন, পুরনো দিনের রাজা-বাদশাদের ব্যবহৃত পোশাক পরিচ্ছদ, তৈজসপত্র, রণসম্ভার এবং ভাস্কর্য ও চিত্রকলাসমূহ অত্যন্ত সুন্দরভাবে বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে। নিচতলায় অফিস ও হল রুম রয়েছে।
Post a Comment (0)
Previous Post Next Post