লোকজ উৎসবের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে পত্র

তোমার এলাকার একটি লোকজ উৎসবের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে পত্র লেখ।


মগবাজার, ঢাকা
১১ অক্টোবর, ২০২১

প্রিয় শীলা,
প্রথমেই নববর্ষের শুভেচ্ছা নিও। আশা রাখছি সবকিছু মিলিয়ে কুশলে আছো। আজ প্রায় আড়াই বছর হলো তুমি কানাডা চলে গেছ। কিন্তু তুমি আমি দুজনে মিলে যে আনন্দ এবং খেলায় মেতে থাকতাম, তা মন থেকে ভুলতে পারছি না। তোমার কি মনে পড়ে সেই যে দুজনে পালিয়ে হোরাকান্দি চৈত্রসংক্রান্তির মেলা দেখতে গিয়েছিলাম। তবে এবার আর পালিয়ে মেলা দেখতে যেতে হয়নি। তাই তোমাকে খুব মিস করেছিলাম। এবার বাবা, মা, ছোট বোন মিতু, ছোট ভাই শিপলু, খালাতো বোন টুনি, মামাতো বোন দিনা, মামাতো ভাই নয়ন ও ছোট মামাসহ সবাই মিলে পহেলা বৈশাখের মেলা দেখতে গিয়েছিলাম। প্রতিবারের মতো এবারও আমাদের স্কুল মাঠে মেলা বসেছিল। মেলার বিস্তৃতি মধুমতি নদীর পাড় পর্যন্ত হয়েছিল। দোকানিরা নানা পসরা সাজিয়ে বসেছিল। আমরা ভোর সাড়ে ছয়টায় বাসা থেকে সবাই বেরিয়ে পড়ি। তারপর মঙ্গল শোভাযাত্রায় অংশ নিই। অতঃপর সবাই মিলে সারা দিন ঘুরে ঘুরে নানা কিছু দেখি। মামা আমাদের সবাইকে গরম গরম জিলাপি ও মিষ্টি খাওয়ালেন। বাবা সবাইকে কাঠ ও মাটির নানা খেলনা কিনে দিলেন। মা সংসারের প্রয়োজনীয় তৈজসপত্র কিনতে একদম ভুললেন না। অতঃপর সবাই মিলে মামার কাছে আবদার করলাম নাগরদোলায় চড়ব। বাবাও রাজি হলেন। কিন্তু মজার ব্যাপার কি জান, নাগরদোলায় চড়ে খালাতো বোন টুনির সে কি চিৎকার। ও খুবই ভয় পেয়েছিল। আর কোনো দিনই চড়বে না বলে কানে ধরেছে। সবাই মিলে মেলায় ঘুরে এবার খুবই আনন্দ পেয়েছিলাম। তুমি থাকলে হয়তো আরও মজা করতাম। বিশেষ আর কী। তোমার সবকিছু জানিয়ে আমাকে চিঠি লিখো।

ইতি
বীথি বণিক

Post a Comment (0)
Previous Post Next Post