অনুচ্ছেদ : টেলিভিশন
| History | 📡 Page Views |
|---|---|
|
Published 27-Nov-2021 | 03:36 PM |
Total View 5K |
|
Last Updated 27-Nov-2021 | 03:36 PM |
Today View 1 |
টেলিভিশন
টেলিভিশন বিংশ শতাব্দীর সর্বাধুনিক বিস্ময়কর আবিষ্কার। ‘টেলি’ শব্দের অর্থ হচ্ছে ‘দূরত্ব’ আর ‘ভিশন' কথার অর্থ ‘দৃশ্য’। দূরে বসে যে যন্ত্রের মাধ্যমে নানা দৃশ্য বা ছবি দেখা যায় তা টেলিভিশন। টেলিভিশন আনন্দদানকারী যন্ত্র। এটি শিক্ষা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে পৃথিবীর কোথায় কী ঘটছে তা জানতে এবং চোখে দেখতে পারি। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সাথে এটি ব্যবসায়-বাণিজ্যের জন্যও ব্যবহৃত হয়ে থাকে। বিনোদনমূলক অনুষ্ঠানের সাথে সাথে শিক্ষামূলক অনুষ্ঠানও টেলিভিশনে প্রচার করা হয়। এর মাধ্যমে কৃষি, শিল্প, পরিবার-পরিকল্পনা ও অন্যান্য উন্নয়নমূলক অনুষ্ঠান প্রচার করা হয়। কুরুচিপূর্ণ ও অপরাধমূলক ছায়াছবি প্রদর্শন এবং অশ্লীল হালকা চটুল গান প্রচার করে টেলিভিশন জনগণের নৈতিক অধঃপতন ঘটাতে পারে। এ ধরনের আসক্তি শিক্ষার্থীদের পড়াশুনার ক্ষতি করে। সুতরাং, টেলিভিশন সত্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সঙ্গে সঙ্গে ক্ষতিসাধন করে থাকে।
Leave a Comment (Text or Voice)
Comments (0)