সাধারণ জ্ঞান : নোবেল পুরস্কার : ২০২১

নোবেল পুরস্কার : ২০২১

প্রতিবছরের অক্টোবরের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। সেই হিসাবে ৪ অক্টোবর ২০২১ শুরু হয়ে নোবেল বিজয়ীদের নাম ঘোষণার পালা শেষ হয় ১১ অক্টোবর।

২০২১ সালে চিকিৎসাবিজ্ঞান ও শারীরবিদ্যায় নোবেল বিজয়ীর নাম :
চিকিৎসাবিজ্ঞান ও শারীরবিদ্যায় ২০২১ সালে যৌথভাবে নোবেল বিজয়ী হয়েছেন দুজন।
  • যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী – ডেবিড জুলিয়াস
  • লেবাননের বিজ্ঞানী – আর্ডেম পাটাপুটিয়ান
গবেষণার বিষয়বস্তু : মানুষের তাপমাত্রা আর চাপের অনুভূতি বহন করার স্নায়ুতে স্নায়ুতাড়না কী করে সৃষ্টি হয়, কোন রিসেপ্টরগুলোর প্রয়োজন হয়, তা আবিষ্কার করেন।

২০২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম :
পদার্থবিজ্ঞানে ২০২১ সালে যৌথভাবে নোবেল বিজয়ী হয়েছেন ৩ জন।
  • জাপানের বিজ্ঞানী – সুকোরো মানাবে
  • জার্মানির বিজ্ঞানী – ক্লাউস হাসেলম্যান
গবেষণার বিষয়বস্তু : পৃথিবীর জলবায়ু পরিস্থিতির ফিজিক্যাল বা ভৌত মডেল তৈরি, পরিবর্তনশীলতা পরিমাপ এবং নির্ভরযোগ্যভাবে বৈশ্বিক উষ্ণতার বিষয় অনুমান।
  • ইতালির বিজ্ঞান – জর্জিও পারিসিকে।
গবেষণার বিষয়বস্তু : পারমাণবিক ও গ্রহীয় পরিসরে ভৌত ব্যবস্থা বা ফিজিক্যাল সিস্টেমের বিশৃঙ্খলা ও ফ্ল্যাকচুয়েশন পরস্পরের ওপর কী প্রভব ফেলে, তা আবিষ্কার করেন।

২০২১ সালে রসায়নে নোবেল বিজয়ীর নাম :
রসায়নে ২০২১ সালে যৌথভাবে নোবেল বিজয়ী হয়েছেন ২ জন।
  • জার্মানির বিজ্ঞানী – বেঞ্জামিন লিস্ট
  • যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী – ডেভিড ম্যাকমিলান
গবেষণার বিষয়বস্তু : অপ্রতিসম অর্গানোক্যাটালাইসিস বা জৈব অনুঘটন আবিষ্কার।

২০২১ সালে সাহিত্যে নোবেল বিজয়ীর নাম :
সাহিত্যে ২০২১ সালে নোবেল বিজয়ী হয়েছেন :
  • তানজানিয়ার ঔপন্যাসিক – আবদুলরাজাক গুরনাহ
বিষয়বস্তু : ‘প্যারাডাইস’ নামে তাঁর চতুর্থ উপন্যাসে দরদি ভাষার দ্ব্যর্থহীন লেখায় ফুটে ওঠে ঔপনিবেশিকতার দুর্দশা আর শরণার্থীর কষ্টের গল্প।

২০২১ সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম :
শান্তিতে ২০২১ সালে যৌথভাবে নোবেল বিজয়ী হয়েছেন দু’জন।
  • ফিলিপাইনের সাংবাদিক – মারিয়া রেসা
  • রাশিয়ার সাংবাদিক – দিমিত্রি মুরাতভ
বিষয়বস্তু : গণতন্ত্র এবঙ দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টা।
উল্লেখ্য যে ১৯৩৫ সালে জার্মান সাংবাদিক ‘কার্ল ফন অসিয়েতস্কি’র পর এবারই প্রথম শান্তিতে নোবেল পেলেন দুজন সাংবাদিক।

২০২১ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম :
অর্থনীতিতে ২০২১ সালে যৌথভাবে নোবেল বিজয়ী হয়েছেন তিনজন।
  • যুক্তরাষ্ট্রের বার্কলে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক – ডেবিড কার্ড
গবেষণার বিষয়বস্তু : শ্রম অর্থনীতি।

  • যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড গ্যাজুয়েট স্কুল অব বিজনেসের অর্থনীতি বিভাগের অধ্যাপক – গুইডো ডব্লিউ ইমবেনস
গবেষণার বিষয়বস্তু : শ্রম অর্থনীতির কার্যকারণ সম্পর্ক নিয়ে গবেষণা।
দ্য নোবেল ইনস্টিটিউটের ব্যাখ্যা : এই তিনজন অর্থনীতিবিদ শ্রবাজার এবং প্রাকৃতিক পরীক্ষা-নিরীক্ষা থেকে কী ধরনের কার্যকারণ সম্পর্ক নিরূপণ করা যায়, সে বিষয়ক নতুন অন্তদৃষ্টির সন্ধান দিয়েছেন।
Post a Comment (0)
Previous Post Next Post