অনুচ্ছেদ : জাতীয় পাখি দোয়েল

জাতীয় পাখি দোয়েল


বাংলাদেশের জাতীয় পাখির নাম ‘দোয়েল’। এটি অতি সাধারণ পাখি। পুরুষ দোয়েল পাখিটি খুবই পরিণতি এবং সাদাকালো রঙের হয়। এ পাখির লেজ সর্বদা উঁচু অবস্থায় থাকে। কিন্তু দোয়েল পাখি গান করার সময় লেজটি ঝুলে থাকে। পুরুষ ও স্ত্রী দোয়েলের স্বভাব ভিন্ন প্রকৃতির। পুরুষ দোয়েল বছরের অধিকাংশ সময় ঝোপঝাড়ের মধ্যে অবস্থান করে এবং শিস দেয়। এ পাখির সুর খুবই মিষ্টি। তাই দোয়েল পাখির ডাক শুনলে আমাদের মন চঞ্চল হয়ে ওঠে। এজন্য দোয়েল পাখিকে গানের পাখি বলা হয়। দোয়েল পাখির প্রধান খাদ্য হলো ‘কীটপতঙ্গ’। এরা পাকা ফল, শিশুল ও মাদার ফুলের মধুও মাঝে মাঝে খায়। দোয়েল পাখি অগভীর জঙ্গলে একাকী কিংবা যুগলভাবে বাস করে। তবে লোকালয়েই দোয়েল পাখি বেশি দেখা যায়। স্ত্রী দোয়েল বছরের যেকোনো সময়ে তিন থেকে পাঁচটি ডিম পাড়ে। এ ডিমের রঙ হালকা সবুজ এবং এতে লালচে বাদামি ছোপ দেখা যায়। দোয়েল আমাদের জাতীয় পাখি।

1 تعليقات

إرسال تعليق
أحدث أقدم