পরীক্ষার পর বিদ্যালয়ে একটি নাটক মঞ্চস্থ করার জন্য আবেদনপত্র

পরীক্ষার পর তোমাদের বিদ্যালয়ে একটি নাটক মঞ্চস্থ করার জন্য অনুমতি প্রার্থনা করে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।


তারিখ : ১৫ ডিসেম্বর, ২০২২

মাননীয়
প্রধান শিক্ষক / শিক্ষিকা,
কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম ।

বিষয় : নাটক মঞ্চস্থ করার অনুমতির জন্য আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, গতকাল আমাদের বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত এখন আমাদের অবকাশ। এই অবকাশকালে আমরা কিছু আনন্দ উৎসবের আয়োজন করতে চাই। আমাদের সাংকৃত প্রেমিক শিক্ষক জনাব নূরুল ইসলামের সঙ্গে আমরা এ বিষয়ে আলোচনা করেছি। এ সময়ে একটি নাটক মঞ্চস্থ করাই উত্তম হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাটকের পান্ডুলিপিও নির্ধারিত হয়েছে রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ (নাট্যরূপ- সেলিম আল দীন)। এ নাটকটি এস.এস.সি. শ্রেণিতে অন্যতম বিকল্প পাঠ্য। এটি মঞ্চস্থ হলে নাটক উপভোগের সঙ্গে সঙ্গে অধ্যয়নের কাজও অনেকটা সম্পন্ন হবে।

অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা উল্লিখিত নাটকটি মঞ্চস্থ করার অনুমতি দানে বাধিত করবেন।

বিনীত,
আপনার একান্ত অনুগত,
কলেজিয়েট স্কুলের
(ছাত্র-ছাত্রীবৃন্দ)।
Post a Comment (0)
Previous Post Next Post