নতুন পরীক্ষা পদ্ধতি সম্বন্ধে মতামত জানিয়ে প্রবাসী বন্ধুকে পত্র
| History | 📡 Page Views |
|---|---|
|
Published 12-Oct-2021 | 04:54 AM |
Total View 351 |
|
Last Updated 06-Nov-2021 | 07:11 AM |
Today View 0 |
নতুন পরীক্ষা পদ্ধতি সম্বন্ধে তোমার মতামত জানিয়ে প্রবাসী বন্ধুকে একখানি পত্র
লেখ।
কারওয়ান বাজার, ঢাকা
১১ অক্টোবর, ২০২১
প্রিয় সাদিক,
আমার সালাম ও ভালোবাসা নিও। তোমার চিঠি পেলাম। এ সুন্দর চিঠিটির জন্য তোমাকে
অসংখ্য ধন্যবাদ। তুমি আমাদের পরীক্ষা পদ্ধতির এবারের পরিবর্তন সম্বন্ধে বিস্তারিত
জানতে চেয়েছো। সে ব্যাপারেই আজ তোমাকে লিখছি। সম্প্রতি এস. এস. সি. পরীক্ষায়
আমাদের পাশের বিষয়টি তো তুমি জান। পরীক্ষার্থীদের পাঠে গভীর মনোযোগী করে গড়ে
তোলার উদ্দেশ্যে নৈর্ব্যক্তিক প্রশ্ন সংযোজনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রত্যেক বিষয়ে রচনামূলক প্রশ্নে অর্ধেক ও নৈর্ব্যক্তিক বিষয়ে থাকবে অর্ধেক
নম্বর। এর নিয়ম ছিল নৈর্ব্যক্তিক পঞ্চাশটি প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর ও অবশিষ্ট
অংশে পঞ্চাশ নম্বর। এর সুবিধা ছিল যে কোন একটিতে পাশ করলেই হত। কিন্তু এর
অনভিপ্রেত ত্রুটি ধরা পড়ায় ১৯৯৬ সাল থেকে নতুন নিয়ম প্রবর্তিত হয়েছে। এ
নিয়মে দুটি অংশ থেকেই পাশ করতে হবে। আমার মনে হয় এ নিয়ম যথাযথ। এটি
শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াতে সহায়ক হবে।
আরো একটি উল্লেখযোগ্য বিষয় হলো যে, পরীক্ষার ফলাফল তৈরির জন্য কম্পিউটার পদ্ধতি
প্রযুক্ত হচ্ছে। এতে ফলাফল আরো দ্রুত পাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠছে। মনে
হচ্ছে, এবার থেকে সবকিছু আরো ভালো ও সুবিধাজনক হবে। আজ এখানেই শেষ করছি।
শুভেচ্ছান্তে
আনোয়ার
Leave a Comment (Text or Voice)
Comments (0)