জ্ঞানচর্চায় বিজ্ঞানের ভূমিকা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ

History 📡 Page Views
Published
06-Oct-2021 | 04:24 PM
Total View
23.3K
Last Updated
07-Nov-2022 | 03:45 AM
Today View
0
জ্ঞানচর্চায় বিজ্ঞানের ভূমিকা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ লেখো।


হাদী : দোস্ত, শুনলাম তুই নাকি নেট কানেকশন নিয়েছিস?

সাদী : হ্যা, নিলাম তো।

হাদী : ভালো হলো, স্যারের অ্যাসাইনমেন্ট করতে সুবিধা হবে।

সাদী : হ্যা, স্যার যে কোথা থেকে সব লেটেস্ট বিষয় ধরে নিয়ে আসেন, বই খুঁজে কিছুই পাই না।

হাদী : তোর এখন সারা দুনিয়া খোলা।

সাদী : মানে কী?

হাদী : মানে খুব সোজা। যে বিষয়টি তোর জানা দরকার সে বিষয়টি টাইপ করে তুই গুগলে সার্চ দিবি। তারপর দেখবি তোর সামনে একাধিক অপশন এসে হাজির। তারপর তুই তোর পছন্দমতো সাইটটি ওপেন করে জেনে নে তোর প্রয়োজনীয় তথ্য ।

সাদী : খুব ভালো তো। দোস্ত, আমি কিন্তু আগে নেট ব্যবহার করি নাই, তুই কিন্তু আমাকে একটু শিখিয়ে দিবি।

হাদী : কী যে বলিস না। আমি শিখাব না? তুই হলি আমার জানের দোস্ত।

সাদী : আচ্ছা হাদী, নেট কী সারাদিনই সার্চ করা যায়?

হাদী : আরে দিন-রাত ২৪ ঘণ্টা।

সাদী : তাই নাকি? ওদের কোনো অফিস আওয়ার নেই।

হাদী : না দোস্ত, তোমার জন্য সারাদিন খোলা।

সাদী : যাক, তাহলে ভালোই হলো, ক্লাস শেষে রাতে বাসায় ফিরে অ্যাসাইনমেন্টের কাজ করা যাবে।
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)